Tuesday, August 12, 2025

খেলোয়াড়ের অভাব, নির্বাচক-কোচদের নিয়ে ম্যাচ খেলে দিব্যি জয় পেল অস্ট্রেলিয়া

Date:

জশ হেইজেলউডের বলে দিব্যি ক্যাচ নিলেন আন্দ্রে বোরোভেক। আসলে তিনি দলের ফিল্ডিং কোচ। স্কোয়ার লেগে তখন ফিল্ডিং করছিলেন জর্জ বেইলি, খেলোয়াড়ি জীবন শেষ করে অনেক দিন ধরেই তিনি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক। হেইজেলউড যখন স্পেল শেষ করে বাইরে গেলেন, তার জায়গায় ফিল্ডিংয়ে নামলেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। মাঠে নামলেন এমনকি ব্যাটিং কোচ ব্র্যাড হজও! এমনই বিচিত্র ঘটনাই দেখা গেল বুধবার নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচে।
আসলে আইপিএলের কারণে ৬ ক্রিকেটার এখনও যোগ দেননি দলের সঙ্গে। ক্রিকেটার আছেন মোটে নয় জন। ব্যাটিং-বোলিং তাদেরকে নিয়ে চালিয়ে নিলেও ফিল্ডিংয়ে তো ১১ জন দরকার! ঘুরিয়ে-ফিরিয়ে তাই নির্বাচক-কোচদেরও মাঠে নামতে হলো।

নয়জন ক্রিকেটার নিয়ে অস্ট্রেলিয়ার জিততে অবশ্য বেগ পেতে হয়নি। ত্রিনিদাদে নামিবিয়াকে ৭ উইকেটে হারায় তারা।টস জিতে বোলিং করতে নামা অস্ট্রেলিয়া। দলের হয়ে শুরুতে নয় ক্রিকেটারের সঙ্গে মাঠে নামেন ৪১ বছর বয়সী প্রধান নির্বাচক ও প্রাক্তন অধিনায়ক জর্জ বেইলি এবং ফিল্ডিং কোচ ৪৬ বছর বয়সী বোরোভেক। হেইজেলউডের অসাধারণ প্রথম স্পেল কাবু করে দেয় নামিবিয়াকে। নিজের প্রথম তিন ওভারের তিনটিই মেডেন নিয়ে এই পেসার উইকেট শিকার করেন দুটি।তিনি মাঠ ছাড়ার পর তার জায়গায় ফিল্ডিং করেন প্রধান কোচ ৪২ বছর বয়সী প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। বদলি হিসেবে ফিল্ডিং করেন ব্যাটিং কোচ ৪৯ বছর বয়সী ব্র্যাড হজ।

তিন মেডেন ওভারের পর হেইজেলউডের শেষ ওভার থেকে আসে পাঁচ রান। চার ওভারে ২৫ রান দিয়ে তিনটি উইকেট নেন লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। বোলার কম থাকায় অনিয়মিত স্পিনার টিম ডেভিডকে বোলিং করতে হয় চার ওভার। একটি উইকেটও নেন তিনি। ২০ ওভারে ৯ উইকেটে ১১৯ রান করে নামিবিয়া। সাতে নেমে ৩০ বলে ৩৮ রান করেন কিপার-ব্যাটসম্যান জেন গ্রিন।

রান তাড়ায় অস্ট্রেলিয়ার দূড়ন্ত সূচনা করেন ডেভিড ওয়ার্নার। ২১ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। সাম্প্রতিক বাজে ফর্মের পর অভিজ্ঞ ব্যাটসম্যানের এই ইনিংস বিশ্বকাপের আগে দলের জন্য সুখবর।ওয়ার্নারের সঙ্গে ইনিংস শুরু করে ১৪ বলে ১৮ রান করে রান আউট হন অধিনায়ক মিচেল মার্শ। টিম ডেভিড করেন ১৬ বলে ২৩। ৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড। সদ্য আইপিএল শেষ হওয়ায় ছুটিতে এখন দেশে আছেন প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়া শুক্রবার আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।





Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...
Exit mobile version