নৃশংস! মা-স্ত্রী সহ ৮ জনকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক

হাড় হিম করা ঘটনা মধ্যপ্রদেশে! গভীর রাতে ঘুমে আচ্ছন্ন ছিল বাড়ির সদস্যরা। সেই সময়ে নিজের মা-স্ত্রী সহ পরপর ৮ জনকে কুপিয়ে খুন করল যুবক। খুনের পর নিজেও আত্মঘাতী হয়। নৃশংস এই হত্যাকাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ২.৩০ থেকে ৩টে নাগাদ খুনের ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার তামিমার কাছে এক আদিবাসী গ্রামে। মা, স্ত্রী, সন্তান সহ ৮ জন আত্মীয়কে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে দীনেশ নামের যুবক। ঘটনাস্থলে সকলের মৃত্যু হয়। কান্নাকাটি, চিৎকারের শব্দ শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। ওই কাণ্ড ঘটানোর পরপরই বাড়ির পাশের জঙ্গেল লুকিয়ে পড়ে দীনেশ। কিছুক্ষণ পর সেই জঙ্গল থেকে দীনেশর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। গ্রামবাসীরা জানিয়েছেন, ঘাতক যুবক মানসিকভাবে অসুস্থ ছিল। কী কারণে এমন চরম পদক্ষেপ নিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- দেশে না ফিরেই জামিনের আবেদন! বিশেষ আদালতে রেভান্না

Â