সন্দেশখালির “প্রতিবাদী” মুখ রেখা পাত্রকে (Rekha Patra) বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে কার্যত চমক দিয়েছিল বিজেপি (BJP)। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে রেখার ফোনালাপ ভাইরাল করে প্রচারে ঝাঁজ বাড়িয়েছিল পদ্ম শিবির। গোটা বসিরহাট জুড়ে গেরুয়া শিবির “রেখা পাত্র স্বয়ং মোদিজির পছন্দের প্রার্থী” বলে ছড়িয়ে দিয়েছে। সাধারণ গৃহবধূ থেকে রাতারাতি “হেভিওয়েট” তকমা সেঁটে দেওয়ার চেষ্টা হয় রেখা পাত্রের নামের পাশে।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি। সন্দেশখালির আন্দোলনের মাটি এখন রেখা পাত্রের জন্য চোরাবালির চর! ঘরে-বাইরে “শত্রু” বানিয়ে ফেলেছেন রেখা। বিজেপি প্রার্থীর পরিবারের একাধিক সদস্যই এখন কোমর বেঁধে ভোট ময়দানে নেমেছেন রেখাকে হারাতে।