প্রাকৃতিক বিপর্যয়ে জেরবার শিলিগুড়ি। তার মাঝেই নতুন করে পানীয় জল নিয়ে আশঙ্কা (Concerns about drinking water in Siliguri)। শিলিগুড়িতে পানীয় জলের পরিস্রুতকরণ নিয়ে সমস্যা। আপাতত পুরসভার জল না খাওয়ার নির্দেশ দিলেন মেয়র গৌতম দেব (Gautam Deb)। আগামী ২ জুন, রবিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। সূত্রের খবর তিস্তা (Teesta)থেকে জল সরবরাহ আপাতত বন্ধ। সেই কারণে মহানন্দার (Mahananda River) জল পরিস্রুত করে তা সরবরাহ করা নিয়ে আপত্তি বিশেষজ্ঞদের। তাঁদের মতে এতে ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে শিলিগুড়ি জুড়ে পানীয় জল নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে।