Thursday, August 28, 2025

শেখ শাহজাহানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!সিবিআইয়ের পর এবার চার্জশিট পেশ ইডির

Date:

বৃহস্পতিবার শেখ শাহজাহানের (Seikh Shahjahan) বিরুদ্ধে আদালতে চার্জশিট (Chargesheet) পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। এর আগে এই মামলায় চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। তবে শুধু শেখ শাহজাহান নয়, ইডির চার্জশিটে নামা রয়েছে শাহজাহানের ভাই এবং আরও দু’জনের। এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। মূলত, আর্থিক নয়ছয়, প্রতারণা সংক্রান্ত মামলায় এই চার্জশিট পেশ করা হয়েছে।

ইডি সূত্রে খবর, ঘটনায় রাজ্য পুলিশ অন্তত ১৩টি এফআইআর দায়ের করেছিল। তার ভিত্তিতেই এই তদন্ত প্রক্রিয়া শুরু হল। এর আগে শেখ শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা হয়েছিল। ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে শাহজাহান তার সঙ্গীদের নিয়ে একেবারে তোলাবাজি থেকে শুরু করে খুন হানাহানি কিছুই বাদ রাখেনি। এক কথায় যাকে বলে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল শাহজাহান। শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগের পরে তদন্তে নামে ইডি।

এরপরই সন্দেশখালির কৃষক, আদিবাসী, মাছের ব্যবসায়ী, এজেন্ট, আমদানিকারক, জমির মালিক থেকে শুরু করে ঠিকাদার-সহ আরও অনেকজনের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । ইতিমধ্যে তদন্ত চালিয়ে তারা তিনটে গাড়ি, বাজেয়াপ্ত করে। যার মধ্যে একটি গাড়ি আবার শাজাহানের ভাই আলমগীরের। পাশাপাশি স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ২৭.০৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তদন্তে প্রায় ২৬১.৪১ কোটির অপরাধ সামনে এসেছে। নকল ঠিকাদার দিয়ে সরকারি টাকা লুঠ করার অভিযোগও শাহজাহানের বিরুদ্ধে।


Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version