Friday, August 22, 2025

স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া (College admission in Degree course) নিয়ে এবার বড় সিদ্ধান্ত ঘোষণার পথে রাজ্যের উচ্চশিক্ষা দফতর (State Higher Education Department)। এবার থেকে সব কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি (Online Admission in College) প্রক্রিয়া শুরু হতে চলেছে। ভোটের ফল প্রকাশ হবে আগামী মঙ্গলবার। এরপর বৃহস্পতিবার অর্থাৎ ৬ জুন পর্যন্ত থাকছে আদর্শ আচরণবিধি। শিক্ষা দফতর সূত্রে খবর এই বিধি উঠে যাওয়ার পরই সরকারিভাবে নির্দেশিকা জারি করা হবে। ইতিমধ্যেই নবান্নের (Nabanna)তরফে সবুজ সংকেত মিলেছে। সম্ভবত ২২ জুন থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।

কলেজে অনলাইন ভর্তির বিষয়টি নিয়ে কিছু পরিকাঠামোগত সমস্যা থাকায় তা বাস্তবায়িত করা যাচ্ছিল না। তবে চলতি শিক্ষাবর্ষে কলেজের হাতে মেধা তালিকার কোনও ক্ষমতা রাখতে চায় না উচ্চশিক্ষা দফতর। সাম্প্রতিককালে কলেজে পড়ুয়া ভর্তির বেনিয়ম থেকে শুরু করে স্বজনপোষণের একাধিক অভিযোগে জর্জরিত হতে হয়েছে রাজ্য সরকারকে। সেই সমস্যা এড়াতে এবার সবটাই উচ্চশিক্ষা দফতরের তরফে দেখা হবে বলে জানা যাচ্ছে। কলেজগুলি শুধু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেভাবে পড়ুয়াড়া কলেজে পড়ার সুযোগ পান এবার থেকে রাজ্যের প্রায় সাড়ে পাঁচশোরও বেশি কলেজে স্নাতক স্তরে সেই নিয়ম মেনে চলা হবে। এই সংক্রান্ত বিশেষ নির্দেশিকা জারি করার পরই কলেজগুলিকে ভর্তির ব্যাপারে ট্রেনিং দেওয়া হবে বলে অসমর্থিত সূত্রের খবর।

 

Related articles

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...
Exit mobile version