Friday, November 28, 2025

‘ভোট ফায়দায়’ বাংলায় ৮ নাগরিকত্ব, নেই কোনও মতুয়ার নাম

Date:

Share post:

নির্বাচনী প্রচারে যে মতুয়া সম্প্রদায়কে বারবার নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন নরেন্দ্র মোদি, বাংলার সেই নাগরিকত্ব সংশপত্রের প্রথম পর্বে নাম এলো না একজন মতুয়ারও। বাংলা থেকে প্রথম যে ৮ জন সিএএ-তে নাগরিকত্বের সংশাপত্র পেলেন তারা অধিকাংশ উত্তর ২৪ পরগণা জেলার সেই সব এলাকার বাসিন্দা যেখানে শেষ দফায় নির্বাচন রয়েছে।

শেষ দফা নির্বাচনের আগে সিএএ-তে প্রথম বাংলায় নাগরিকত্ব দেওয়া শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রথম ৮জনকে নাগরিকত্ব দেওয়া হয়। এর মধ্যে একজন নদিয়ার, বাকি ৭জন উত্তর ২৪ পরগণার। কিন্তু ৮জনের মধ্যে কোনও মতুয়া সম্প্রদায়ের নাগরিকের নাম নেই।

যে বিজেপি মতুয়া অধ্যুসিত লোকসভা কেন্দ্রগুলিতে নাগরিকত্বের নামে নির্বাচনী প্রচার চালিয়েছে, তাদের প্রথম তালিকায় কোনও মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম না থাকায় রাজনীতিকদের অনুমান সপ্তম দফার নির্বাচন এলাকাগুলিকে টার্গেট করে এই তালিকা প্রকাশিত হয়েছে। অন্যদিকে সিএএ-তে কত আবেদন জমা পড়েছে, এই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রক না দিতে পারায় আশঙ্কা করা হচ্ছে আদৌ কত মতুয়া সম্প্রদায়ের মানুষ এই ফর্মে আবেদন জানিয়েছেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যাঁদের নাগরিকত্বের সংশাপত্র তুলে দেওয়া হয়েছে তার মধ্যে হরিয়ানা ও উত্তরাখণ্ডের বাসিন্দরাও রয়েছেন। লোকসভা নির্বাচনের মধ্যেই সংশাপত্র বিতরণের কাজ শুরু করাকেই বিজেপির রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বলে দাবি করে বিরোধীরা। সপ্তম দফার আগে বাংলার নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াকেও সেভাবেই ব্যাখ্যা করেছেন সিএএ বিরোধী আন্দোলনকারীরা।

spot_img

Related articles

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...