Saturday, August 23, 2025

প্রাক বর্ষায় ভিজলো বাংলা! রাত পেরিয়ে সকালেও বৃষ্টি দক্ষিণবঙ্গে 

Date:

রেমাল (Remal) বিদায় নিতেই গরম বাড়তে শুরু করেছিল। হাওয়া অফিসের (Weather Department) কর্তারা জানিয়েছিলেন যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ সময়ের অপেক্ষা মাত্র। আবহাওয়া দফতরের কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে বৃহস্পতিবার রাত থেকেই প্রাক বর্ষার (Pre Monsoon Rain in South Bengal) আমেজে ভিজলো দক্ষিণবঙ্গ। দুর্যোগ বাড়ল উত্তরেও। কলকাতায় এক ধাক্কায় প্রায় সাড়ে ছয় ডিগ্রি পারদপতন। গরম থেকে সাময়িক স্বস্তি মেলায় খুশির সাধারণ মানুষ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে গত দুদিন ধরেই ঝোড়ো হাওয়া আর মেঘলা আকাশ দেখছে কলকাতা সহ শহরতলি। বঙ্গের বাতাসে জলীয় বাষ্প এবং উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখার প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে । সপ্তাহ শেষে দুর্যোগের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, ‘শনি, রবি, সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে শনিবার ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে। রাত থেকে টানা বৃষ্টি হয়েছে মহানগরীতে। কলকাতার দমদম, বেহালা, শ্যামবাজার, পাটুলি, যাদবপুর, গড়িয়াহাট, টালিগঞ্জ, উল্টোডাঙ্গা, বিধাননগর, শিয়ালদহ সহ একাধিক জায়গায় ঝেঁপে বৃষ্টির খবর মিলেছে। ভিজেছে হাওড়া, হুগলিও। শুক্রবার সকাল থেকেও বৃষ্টি শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনাতেও একই ছবি ধরা পড়ল। সব ঠিক থাকলে আগামী দু-তিন দিনের মধ্যেই বর্ষার আমেজ পুরোপুরি উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।


 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version