Saturday, August 23, 2025

ফুটবলার প্রেমিকের সঙ্গে ‘সোহাগে-আদরে’ জন্মদিন পালন অভিনেত্রী গীতশ্রীর 

Date:

প্রেমের জন্য বয়স যে কোনও বাধা নয় সেটা বারবার সেলেব্রিটিরা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তবু আজও তাঁদের নিয়ে চর্চা বন্ধ হল না। কিন্তু সেলেব কাপলদের তাতে থোড়াই কেয়ার। তাইতো বয়সে অনেকটাই ছোট ফুটবলার প্রেমিকের সঙ্গে সবুজের কোলে ফুটিয়ে জন্মদিন সেলিব্রেট করলেন বাংলা টেলিভিশনের ‘রাশি’ ওরফে অভিনেত্রী গীতশ্রী রায় (Geetashree Roy)। কেরালা এফসি (Kerala FC) দলের হয়ে মাঠ কাঁপানো ফুটবলার প্রবীর দাসের (Prabir Das) সঙ্গে আদুরে মুহূর্ত কাটালেন অভিনেত্রী (Tollywood Actress)।

গীতশ্রী আর প্রবীরের সম্পর্ক দীর্ঘদিনের। প্রেমিকের সুবাদেই কেরালায় অভিনেত্রীর নিত্য যাতায়াত। বৃহস্পতিবার ছিল গীতশ্রীর জন্মদিন। সবুজের কোলে বার্থ ডে গার্লের দেখা মিলল সাদা শর্ট ড্রেসে, হাতে তখন জন্মদিনের কেক। নীল-সাদা প্রিন্টেট শর্টস আর একই রঙের টি-শার্ট পরে গীতশ্রীকে প্রেমের আলিঙ্গনে বাঁধলেন প্রবীর, সাক্ষী রইল প্রকৃতি। ৩৩ পূর্ণ করে ৩৪-এ পা দিলেন অভিনেত্রী। সেই তুলনায় প্রেমিক প্রায় তিন বছরের ছোট। তাতে কী , ভালোবাসা তো আর বয়সের পরিসংখ্যানে চলে না। ‘কেরালা ব্লাস্টার্স’ দলের তারকা ফুটবলার ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা তনুশ্রীকে বিয়ে করেছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলে প্রবীরের নামে মামলা করেন তনুশ্রী। তখন সোশ্যাল মিডিয়ায় (Social media) ট্রোলিং এর মুখে পড়তে হয় গীতশ্রীকে। সেই সব ঝড় ঝাপটা সামলে আপাতত প্রেমিক যুগল নিজেদের নিয়েই ব্যস্ত। গীতশ্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীতমা থেকে শুরু করে মল্লিকা মজুমদাররা। অভিনেত্রীর জীবনের বিশেষ এই দিনের সেলিব্রেশনে অনাকাঙ্ক্ষিত অতিথি হিসেবেই হাতির দেখা মিলেছে।

পাহাড়ে কোলে কোনও রিসর্টে ছুটির মুডে প্রেমিকাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবীর লেখেন, ‘ধন্যবাদ তোমাকে, কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য, আমাকে সমর্থন করার জন্য। তোমার এনার্জি, তোমার ইতিবাচকতা আমার কাছে আমার গোটা দুনিয়া। আরও খুশি আর আনন্দে ভরে উঠি আমরা। তোমাকে জানাই অশেষ আনন্দ ও শুভেচ্ছা।’ দুজনের কেক কাটার ছবিও বেশ ভাইরাল হয়েছে।


 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version