তিনি সরকারি হাসপাতালের রোগীদের পরিবারের মুখে তুলে দেন খাবার। নয় নয় করে সাত বছর। দরিদ্র, অসহায় পরিবারগুলিকে দুবেলা খাবার দিয়ে সাহায্য করেছেন৷ শহর কলকাতার একজন পুলকার চালক হয়ে উঠেছেন ‘হসপিটাল ম্যান’৷ সরকারি হাসপাতালের রোগীদের পাশে থাকতে হয় তাদের বাড়ির লোকেদের৷ দিনভর চিকিৎসা সংক্রান্ত দৌড়াদৌড়িতে সময় চলে গেলে তাদের আর খাওয়ার সময় মেলে না৷ 
তিনি সাত বছর লাগাতার ঝড়বৃষ্টি উপেক্ষা করে তিনটি সরকারি হাসপাতালের সামনে রোগীর পরিবারের মুখে তিনবেলা খাবার তুলে দিয়েছেন বিনা পয়সায়৷ প্রত্যেক নির্বাচন এর মতোই এবারও সরকারি হাসপাতালের রোগীর আত্মীয় এবং প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে নির্বাচনের দিন আউটডোরে দেখাতে আসা মানুষ খাবারের অভাবে ভোগেন। কারণ, বেশিরভাগ খাবার দোকান নির্বাচনের দিন বন্ধ থাকে। ফলে তাদের অধিকাংশকেই জল খেয়ে কাটাতে হয়।