আজ দেশ জুড়ে একঝাঁক প্রার্থীর ভাগ্য নির্ধারণ!

দেশজুড়ে আজ শেষ দফার লোকসভা নির্বাচনের (Loksabha Election) লড়াই। এদিন মোট ৫৭ টি আসনে ৯০৪ জন প্রার্থী ভোট পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। তালিকায় থাকছেন বেশ কিছু হেভিওয়েটরা যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বারাণসী কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই আসনে তাঁর প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রাই(Ajay Rai)।

সপ্তম দফার নির্বাচনে দেশের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranawat)। হিমাচলপ্রদেশের মান্ডি আসনে লড়ছেন বলিউডের বিতর্কিত ‘ক্যুইন’। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি লড়ছেন জলন্ধর কেন্দ্রে।লালুপ্রসাদ যাদবের কন্যা মিসা ভারতী পাটলিপুত্রের ভোট ময়দানে পরীক্ষা দিতে তৈরি। হিমাচলের হামিরপুর থেকে বিজেপির টিকিটে লড়ছেন অনুরাগ ঠাকুর। গোরক্ষপুরে পদ্মপ্রার্থী হিসেবে লড়াই ভোজপুরী তারকা রবি কিষানের। প্রাক্তন স্পিকার মীরা কুমারের পুত্র অনশুল অভিজিতের বিরুদ্ধে পাটনা থেকে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ।