গরম থেকে রেহাই! রবিবাসরীয় বাংলায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

ভোট-সপ্তমীর সকাল থেকেই খামখেয়ালি আবহাওয়ার খেলা কলকাতা-সহ দক্ষিণে। কখনও মেঘলা আকাশ, কখনও তীব্র রোদে হাঁসফাঁস জনজীবন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কলকাতা শহর ও শহরতলিতে সেভাবে বৃষ্টির দেখা নেই। বরং প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে দিনভর নাকাল হতে হল তিলোত্তমাবাসীকে। তবে উত্তরে জলপাইগুড়ির ময়নাগুড়ি ও উত্তর দিনাজপুরের ইসলামপুরে শনিবার ভোররাতে আচমকা ঝড়-বৃষ্টিতে ফিরেছে দু’মাস আগের টর্নেডোর স্মৃতি। মিনিট কুড়ির তুমুল ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে ময়নাগুড়ি ও ইসলামপুরের বিস্তীর্ণ এলাকা। এমনকী ঝড়ে গাছ পড়ে ইসলামপুরে মৃত্যুও হয়েছে এক বৃদ্ধার। পাশাপাশি, ময়নাগুড়িতে আহত হয়েছেন একাধিক।

এদিকে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকেছে কেরলে। একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি রাজ্যের উত্তরেও প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বিভিন্ন পথ ধরে চলতি জুনের প্রথম সপ্তাহের মধ্যেই বাংলার দক্ষিণে বর্ষা ঢুকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ততদিন রাজ্য জুড়েই চলবে প্রাক-বর্ষার ঝড়-বৃষ্টি। হাওয়া অফিস সাফ জানিয়েছে, রবিবার গোটা রাজ্যেই চলবে তুমুল ঝড়-বৃষ্টি। আগামী সাতদিন উত্তর ও দক্ষিণে মোটামুটি জারি থাকবে এই প্রাক-বর্ষার বৃষ্টিপাত। উত্তরের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি-ভারী বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজ্যের দক্ষিণে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এ-ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণে টানা বৃষ্টি চলবে। তারপর দক্ষিণে বৃষ্টির বেগ কমলেও উত্তরের জেলাগুলিতে জারি থাকবে প্রথম বর্ষার বৃষ্টিপাত। যদিও আগামী শনিবার পর্যন্ত দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই থাকবে।

আরও পড়ুন- দুর্ঘটনার মুখে নীলাচল এক্সপ্রেস! ভয়াবহ বিপর্যয় পুরুলিয়ায়, রক্তাক্ত একাধিক যাত্রী

 

Previous articleদুর্ঘটনার মুখে নীলাচল এক্সপ্রেস! ভয়াবহ বিপর্যয় পুরুলিয়ায়, রক্তাক্ত একাধিক যাত্রী
Next articleসপ্তম দফায় ৫৭ কেন্দ্রে ভোট পড়ল ৫৯.৪৫ শতাংশ, ভোটের হারে শীর্ষে বাংলা