Monday, November 10, 2025

গরম থেকে রেহাই! রবিবাসরীয় বাংলায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

ভোট-সপ্তমীর সকাল থেকেই খামখেয়ালি আবহাওয়ার খেলা কলকাতা-সহ দক্ষিণে। কখনও মেঘলা আকাশ, কখনও তীব্র রোদে হাঁসফাঁস জনজীবন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কলকাতা শহর ও শহরতলিতে সেভাবে বৃষ্টির দেখা নেই। বরং প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে দিনভর নাকাল হতে হল তিলোত্তমাবাসীকে। তবে উত্তরে জলপাইগুড়ির ময়নাগুড়ি ও উত্তর দিনাজপুরের ইসলামপুরে শনিবার ভোররাতে আচমকা ঝড়-বৃষ্টিতে ফিরেছে দু’মাস আগের টর্নেডোর স্মৃতি। মিনিট কুড়ির তুমুল ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে ময়নাগুড়ি ও ইসলামপুরের বিস্তীর্ণ এলাকা। এমনকী ঝড়ে গাছ পড়ে ইসলামপুরে মৃত্যুও হয়েছে এক বৃদ্ধার। পাশাপাশি, ময়নাগুড়িতে আহত হয়েছেন একাধিক।

এদিকে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকেছে কেরলে। একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি রাজ্যের উত্তরেও প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বিভিন্ন পথ ধরে চলতি জুনের প্রথম সপ্তাহের মধ্যেই বাংলার দক্ষিণে বর্ষা ঢুকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ততদিন রাজ্য জুড়েই চলবে প্রাক-বর্ষার ঝড়-বৃষ্টি। হাওয়া অফিস সাফ জানিয়েছে, রবিবার গোটা রাজ্যেই চলবে তুমুল ঝড়-বৃষ্টি। আগামী সাতদিন উত্তর ও দক্ষিণে মোটামুটি জারি থাকবে এই প্রাক-বর্ষার বৃষ্টিপাত। উত্তরের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি-ভারী বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজ্যের দক্ষিণে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এ-ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণে টানা বৃষ্টি চলবে। তারপর দক্ষিণে বৃষ্টির বেগ কমলেও উত্তরের জেলাগুলিতে জারি থাকবে প্রথম বর্ষার বৃষ্টিপাত। যদিও আগামী শনিবার পর্যন্ত দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই থাকবে।

আরও পড়ুন- দুর্ঘটনার মুখে নীলাচল এক্সপ্রেস! ভয়াবহ বিপর্যয় পুরুলিয়ায়, রক্তাক্ত একাধিক যাত্রী

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...