Saturday, May 3, 2025

গতকাল টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পায় টিম ইন্ডিয়া । এই ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে ২৩ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ২টি চার এবং ৪টি ছয় মেরেছেন। বল হাতেও ৩০ রানে ১ উইকেট নিয়েছেন। আর নিজের এই পারফরম্যান্সে খুশি হার্দিক। জানালেন, বিশ্বকাপেও এই ছন্দ ধরে রাখতে চান তিনি।

সদ্য শেষ হয়েছে আইপিএল ২০২৪ । আইপিএল-এ একেবারেই ব্যর্থ হার্দিক পান্ডিয়া এবং তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে ব্যাট বা বল হাতে সাফল্য পাননি হার্দিক। ১৪টি ম্যাচ খেলে করেছেন ২১৬ রান। একটিও অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি। গড় ১৮। অন্য দিকে, বল হাতে নিয়েছেন ১১ উইকেট। এরপরই তাঁর পারফরম্যান্স নিয়ে বয়ে যায় সমালোচনার ঝড়। এমনকি হার্দিককে টি-২০ বিশ্বাকাপে দলে নেওয়ায় সমালোচনা বয়ে যায়। তবে প্রস্তুতি ম্যাচে নিজেকে আবার প্রমাণ করেন হার্দিক। ম্যাচ শেষে বলেন, “ আমি লড়াইয়ে থাকায় বিশ্বাস করি। পালিয়ে যাওয়া মানসিকতা নিয়ে খেলি না। জীবনে কখনও কখনও এমন পরিস্থিতি আসে, যখন সব কিছুই কঠিন মনে হয়। কিন্তু লড়াই থেকে পালিয়ে যেতে চাইলে কখনও লক্ষ্য পূরণ সম্ভব নয়। তাই পরিস্থিতি কঠিন হলেও ভাবছি না। একই রকম পরিশ্রম করে যেতে চাই। যেমন আগে করতাম, তেমনই করব। ভাল এবং খারাপ সময় পর্যায়ক্রমে আসে। আবার চলেও যায়। অনেকবার খারাপ সময় এসেছে। প্রতিবারই কাটিয়ে উঠেছি। বিশ্বাস করি, এবারও পারব।“

আইপিএল-এর ব্যর্থতা ভুলে বিশ্বকাপে মনযোগ দিতে চান বলে জানান হার্দিক। তিনি বলেন, “ এটা খুব কঠিন নয়। নিজের খেলাটা খেলার চেষ্টা করতে হবে। দক্ষতা বৃদ্ধির সুযোগ সব সময় থাকে। শুধু কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম কখনও বৃথা যায় না। হাসিমুখে পরিশ্রম করলে ভাল সময় ফিরে পাওয়া যায়।”

আরও পড়ুন- সাতপাকে বাঁধা পড়লেন কেকেআর ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়র

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version