শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার মূল অভিযুক্ত গ্রেফতার!

শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার (Attack on Ramakrishna Mission) মূল অভিযুক্ত প্রদীপ রায়কে (Pradip Roy) গ্রেফতার করলো পুলিশ। গত ১৯ মে সেভক রোডের রামকৃষ্ণ মিশনে জমিদখল এবং হামলা হয়, তদন্তে নেমে প্রাথমিকভাবে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। যদিও মূলপান্ডা ছিল অধরা। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ি জংশন এলাকা থেকে ঘটনার মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়েছে বলে ভক্তিনগর থানার (Bhaktinagar Police Station) তরফে জানা গেছে। আজই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। এখনও পর্যন্ত মোট ১১ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

রামকৃষ্ণ মিশনের উপর হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র। কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। গত ১৯ মে রাত সাড়ে ৩টে নাগাদ ৩০-৩৫ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে জোর সেখানে ঢুকে সন্ন্যাসীদের উপর চড়াও হয়। তাঁদের শারীরিক নিগ্রহ করে বাড়ির বাইরে বার করে দেওয়া হয়। শুধু তা-ই নয়, পাঁচ সন্ন্যাসী ও আশ্রমের নিরাপত্তারক্ষীদের তুলে নিয়ে গিয়ে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনের সংলগ্ন এলাকায় ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ধৃতদের মধ্যে শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো এবং শ্যামল বৈদ্য ভক্তিনগর এলাকার বাসিন্দা। অন্য এক ধৃত মাটিগাড়া থানার অন্তর্গত শিবমন্দির এলাকার বাসিন্দা রাজীব বসাক। মূল অভিযুক্ত প্রদীপ রায় অবশ্য পালিয়ে যাওয়ার চক কষছিলেন বলে জানা যায়। অবশেষে ঘটনার ১৩ দিনের মাথায় তাঁকে গ্রেফতার করল পুলিশ।

 

Previous articleভোট বয়কট টলিউডের ‘অযোগ্য’ জুটির! নেপথ্যে কোন সমীকরণ?
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ