Wednesday, November 5, 2025

ছেলেকে বাঁচাতে মায়ের রক্ত পরীক্ষা? পুনের পোর্সে ‘খুনে’ খুলছে জট

Date:

পুনেতে গাড়ি চাপা দিয়ে দুজনের মৃত্যুর ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে এবার গ্রেফতার করা হল নাবালক অভিযুক্তর মাকে। পুলিশের অনুমান রক্তের নমুনা নাবালকের সঙ্গে তার মায়ের বদল করা হয়েছিল। শনিবারই তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় সরকারি হাসপাতালের গোড়ায় দুর্নীতি কীভাবে ঢুকে রয়েছে, তা প্রকাশ্যে এসেছে।

পুনের সাসুন জেনারেল হাসপাতালের সিএমও শ্রীহরি হালনোর রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন। হাসপাতালের ফরেনসিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার অজয় তাওড়ে রক্তের নমুনা বদলের কাজ করেছিলেন। সাহায্য করেছিলেন হাসপাতালের কর্মী অতুল ঘাটকাম্বলে। পুলিশ তিনজনকেই গ্রেফতার করেছে। প্রভাব খাটিয়ে সরকারি হাসপাতালে এভাবেই রক্তের নমুনা বদল করে নাবালককে মদ্যপান করেনি, বলে প্রমাণ করার চেষ্টা হয়েছিল।

কিন্তু কীভাবে রক্তের নমুনা বদল হয়েছিল? ডিএনএ পরীক্ষায় জানা গিয়েছে নাবালকের রক্তের নমুনা কোনও মহিলার সঙ্গে বদল করা হয়েছিল। শনিবার সেই সূত্রেই নাবালকের মাকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অনুমান নাবালকের মায়ের সঙ্গেই রক্তের নমুনা বদল করা হয়েছিল।

এর আগে নাবালকের মা সম্প্রচারিত ভিডিওতে তাঁর ছেলেকে যেভাবে অভিযুক্ত করা হচ্ছে তাতে তার মানসিক সমস্যা তৈরি হতে পারে। কিন্তু তদন্তের জট যত খুলছে প্রমাণিত হচ্ছে গোটা পরিবার কীভাবে নাবালক অপরাধীকে বাঁচাতে আসরে নেমেছিল।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version