Sunday, November 9, 2025

ফলাফলের পরে ঘোড়া কেনাবেচা! রাষ্ট্রপতিকে খোলা চিঠি প্রাক্তন বিচারপতিদের

Date:

লোকসভা নির্বাচনের ফলাফলের পরে ঘোড়া কেনাবেচার আশঙ্কা দেশের একাংশের প্রাক্তন বিচারপতিদের। নির্বাচনের ফলাফল প্রকাশের আগের দিন সংবিধানের প্রতি কর্তব্যকে স্মরণ করিয়ে রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে খোলা চিঠি দেশের অন্তত সাত প্রাক্তন বিচারপতির। ২০২৪ লোকসভা নির্বাচন সম্পন্ন করা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা দেখে অসন্তুষ্ট বিচার ব্যবস্থার শীর্ষে থাকা ব্যক্তিত্বদের।

মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জিএম আকবর আলি, অরুণা জগদীশান, ডি হরিপরান্থনম, পিআর শিবকুমার, সিটি সেলভম, এস বিমলা এবং পাটনা হাইকোর্টের বিচারপতি অঞ্জনা প্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে চিঠি লিখে ভোট পরবর্তী সরকার গঠন নিয়ে হস্তক্ষেপের দাবি করেন।

চিঠিতে প্রাক্তন বিচারপতিদের আশঙ্কা, যদি বর্তমান ক্ষমতাসীন দল সংখ্যা গরিষ্ঠতা না পায় তবে পরবর্তী সরকার গঠন সহজ হবে না। এমনকি সাংবিধানিক সংকট তৈরির হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা। এখানেই ঘোড়া কেনাবেচার সম্ভাবনার কথা তুলে ধরেন তাঁরা।

সেই পরিস্থিতিতে বিচারপতিদের প্রত্যাশা রাষ্ট্রপতি তাঁর সাংবিধানিক প্রধানের দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সংবিধানের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ আসন জয়ী দলকে প্রথমে সরকার গঠনে অংশ গ্রহণ করার জন্য ডাকা হবে, এমন প্রত্যাশা করেন তাঁরা।

সেই সঙ্গে নির্বাচনের শেষ ঘটনাবলির দিকে দৃষ্টি রেখে হিংসার পরিস্থিতি তৈরি হওয়ারও আশঙ্কাও প্রকাশ করেন তাঁরা। সেক্ষেত্রে বিচার ব্যবস্থাকে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান প্রাক্তন বিচারপতিরা।

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version