শেষ হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনে রীতিমতো ইতিহাস গড়লেন ভারতের নারীশক্তি। পরিসংখ্যান তথ্য বলছে, ইউরোপের তিন মহাশক্তিধর দেশের মোট জনসংখ্যাকেও টপকে গিয়েছে মহিলা ভোটারদের সংখ্যা। শুধুমাত্র তাই নয়,একইসঙ্গে মহিলাদের ভোটদানের নিরিখেও বিশ্বের বৃহত্তম দেশ হল ভারত।
বেশ কয়েকটি পরিসংখ্যান তুলে ধরে মুখ্য নির্বাচন কমিশনার জানান, সদ্যসমাপ্ত নির্বাচনে ভারতীয় ভোটদানের সংখ্যা জি-৭ সদস্য দেশগুলোর মোট ভোটারদের দেড়গুণ বেশি। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের ভোটারদের থেকেও এই সংখ্যাটা আড়াইগুণ বেশি। এই পরিসংখ্যান শুধুমাত্র ভোটদাতাদের সংখ্যা। ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের সংখ্যা ধরলে এই নজিরও ছাপিয়ে যাবে।