Sunday, May 4, 2025

গোটা রাজ্যে যে শান্তিপূর্ণ নির্বাচনের আবহ গোটা নির্বাচন প্রক্রিয়ায় জারি ছিল, তাতে কালি লাগাতে সপ্তম দফায় সন্দেশখালিতে আগুন জ্বালায় বিজেপি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সন্দেহভাজনদের গ্রেফতার করতে চাইলে পুলিশকে আটকানো থেকে পাথর ছোঁড়া, বিজেপি প্রার্থীর এগিয়ে এসে পুলিশকে হুমকি, কিছুই বাদ ছিল না সন্দেশখালিতে। পুলিশের কাজে বাধা দিতে মাথা ফাটানো হয় এসআই সাগির গাজির। সেই ঘটনায় এবার সাত বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

নির্বাচনের দিন অর্থাৎ ১ জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালির ভোলাপাড়ায় জমায়েত করে ভোটে বাধার পরিবেশ তৈরি করে। সেই সময় এসআই সাগির গাজি ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মারধর করা হয়। মাথায় গুরুতর চোট নিয়ে তাঁকে প্রথমে সরবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনায় সোমবার সাতজনকে গ্রেফতার করল পুলিশ।

সন্দেশখালিতে নির্বাচনের দিন অশান্তির ঘটনায় বিভিন্ন এলাকা থেকে এর আগেই ১১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। নির্বাচনের দিনই গ্রেফতার হয়েছিল আরও ৫ জন। গণনার দিন নিরাপত্তা বজায় রাখতে স্পর্শকাতর পঞ্চায়েত এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। তার পরেও পরিস্থিতি যাতে ফলাফলের পরেও কোনওভাবে হাতের বাইরে না চলে যায়, তার জন্য চূড়ান্ত সচেতনতা রাজ্যে পুলিশের। সেই অনুযায়ী নির্বাচনে আশান্তির ঘটনায় অভিযুক্তদের আগেই শ্রীঘরে পাঠানোর কাজ করে রাখছে পুলিশ প্রশাসন।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version