Sunday, November 2, 2025

পুলিশের মাথা ফাটানোর ঘটনা: সন্দেশখালিতে গ্রেফতার ৭ বিজেপি কর্মী

Date:

গোটা রাজ্যে যে শান্তিপূর্ণ নির্বাচনের আবহ গোটা নির্বাচন প্রক্রিয়ায় জারি ছিল, তাতে কালি লাগাতে সপ্তম দফায় সন্দেশখালিতে আগুন জ্বালায় বিজেপি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সন্দেহভাজনদের গ্রেফতার করতে চাইলে পুলিশকে আটকানো থেকে পাথর ছোঁড়া, বিজেপি প্রার্থীর এগিয়ে এসে পুলিশকে হুমকি, কিছুই বাদ ছিল না সন্দেশখালিতে। পুলিশের কাজে বাধা দিতে মাথা ফাটানো হয় এসআই সাগির গাজির। সেই ঘটনায় এবার সাত বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

নির্বাচনের দিন অর্থাৎ ১ জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালির ভোলাপাড়ায় জমায়েত করে ভোটে বাধার পরিবেশ তৈরি করে। সেই সময় এসআই সাগির গাজি ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মারধর করা হয়। মাথায় গুরুতর চোট নিয়ে তাঁকে প্রথমে সরবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনায় সোমবার সাতজনকে গ্রেফতার করল পুলিশ।

সন্দেশখালিতে নির্বাচনের দিন অশান্তির ঘটনায় বিভিন্ন এলাকা থেকে এর আগেই ১১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। নির্বাচনের দিনই গ্রেফতার হয়েছিল আরও ৫ জন। গণনার দিন নিরাপত্তা বজায় রাখতে স্পর্শকাতর পঞ্চায়েত এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। তার পরেও পরিস্থিতি যাতে ফলাফলের পরেও কোনওভাবে হাতের বাইরে না চলে যায়, তার জন্য চূড়ান্ত সচেতনতা রাজ্যে পুলিশের। সেই অনুযায়ী নির্বাচনে আশান্তির ঘটনায় অভিযুক্তদের আগেই শ্রীঘরে পাঠানোর কাজ করে রাখছে পুলিশ প্রশাসন।

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...
Exit mobile version