Friday, August 22, 2025

সাদা চুল এখন অতীত। তাজা রক্তে ভর করে এবার লোকসভা ভোটের (Loksabha Election) বৈতরণী পার হতে চেয়েছিল বামেরা। কিন্তু এবারও শূন্যর গেরো থেকে বার হতে পারল না সিপিএম (CPIM)। মীনাক্ষী মুখোপাধ্যায়দের (Minakkhi Mukherjee) হাত ধরে ”ব্রিগেড ভরছে, কিন্তু ইভিএম ভরছে না”।

ডিওয়াইএফআই -এর হাত ধরে “ইনসাফ যাত্রা” ঢল নামিয়েছিল বামেরা। মিনাক্ষী মুখোপাধ্যায়কে ‘ক্যাপ্টেন’ বলে চিহ্নিত করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। ব্রিগেডে ইনসাফ যাত্রার সমাপ্তি অনুষ্ঠানের মেগা সমাবেশ থেকে আশায় বুক বেঁধেছিলেন বাম কর্মী-সমর্থকরা যে অবশেষে দলের রক্তক্ষরণ বন্ধ। নতুন উদ্দীপনা বাংলায় হাল ফিরছে লালের।

সেই আশায় বুক বেঁধেই যাদবপুর কেন্দ্রে পোড় খাওয়া সুজন চক্রবর্তীকে সরিয়ে দলের ছাত্রনেতা সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করে আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজাররা। সেই একই অঙ্কে হেভিওয়েট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয় জেএনইউ প্রাক্তণী, তরুণদের ক্রাশ দীপ্সিতা ধরকে। লড়াকু ছাত্রনেতা প্রতীকূর রহমানকে লড়িয়ে দেওয়া হয় অভিষেকের বিরুদ্ধে। তমলুকে প্রার্থী করা হয় তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু দিনের শেষে কোনও অঙ্কই মিলল না।

আজ লোকসভা নির্বাচনে বাংলার ইভিএম খুলতেই ফের প্রমাণিত বাম ভোট এখনও যাচ্ছে রামে। ফলে সিপিএমের খাতায় সেই মহাশূন্য। রক্তক্ষরণ অব্যাহত বামেদের। তাদের প্রাপ্ত ভোট মাত্র ৬ শতাংশ। অন্যদিকে, পোড় খাওয়া সুজন চক্রবর্তী দমদমে বা খোদ সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম মুর্শিদাবাদে মুখ থুবড়ে পড়েছেন।

 

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version