লোকসভা নির্বাচনের গণনা (Loksabha Election counting) শুরু হতেই রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের এগিয়ে যাওয়ার খবর মিলেছে। পোস্টাল ব্যালট দিয়ে ভোট গণনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুসারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে (Diamond Harbour Constituency)এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সকাল থেকে সেখানকার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস বিক্ষিপ্ত অশান্তি তৈরি চেষ্টা গণনা শুরু হতেই দেখা গেল ডায়মন্ড হারবার মডেলের প্রভাব পড়েছে ভোট বাক্সে।

দেশের ৫৪৩ আসনের গণনার মধ্যে রাজ্যের ৪২ আসনে ভোট গণনায় আপাতত সবুজ ঝড় শুরু হয়েছে। হুগলি লোকসভা কেন্দ্রে তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Loksabha Election)এগিয়ে রয়েছেন। পোস্টাল একটা নিরিখে অনেকটা পিছিয়ে সেখানকার গতবারের বিজয়ী বিজেপির লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে আসানসোলে এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আরামবাগ লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী মিতালী বাগ। হুগলি লোকসভা কেন্দ্রে এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল লোকসভা কেন্দ্রে দীপক অধিকারী। কৃষ্ণনগরে এগিয়ে রয়েছেন মহুয়া মৈত্র। দেশের দিকে নজর রাখলে এখনও পর্যন্ত NDA-কে কড়া টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট। শেষ পাওয়া খবর অনুযায়ী কনৌজে এগিয়ে রয়েছেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। রায়বেরেলি নিতে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাজধানীতে এগিয়ে এনডিএ।

