Thursday, August 21, 2025

নির্বাচনের ফলাফল যা-ই হোক সম্প্রীতি ভোলে না বাংলা। গণনার শেষে সেই ছবি শ্রীরামপুরে। প্রচার পর্বে তৃণমূলের সঙ্গে জোর টক্কর দেওয়া দীপ্সিতাকে ভালো লেগে গিয়েছে শ্রীরামপুরে, অন্তত তৃণমূল কর্মীদের আবদারে মঙ্গলবার সেই ছবিই ধরা পড়ল।

তিন বারের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে শ্রীরামপুরে অপ্রতিরোধ্য, ২০২৪ লোকসভার ফলাফলে সেটা আবারও প্রমাণ হয়ে গেল। একদিকে বামেদের তরুণ তাস অন্যদিকে বিজেপির পারিবারিক সম্পর্কের রাজনীতি ময়দানে টেনে আনা যে শ্রীরামপুরের মানুষের মনে কোনও প্রভাব ফেলতে পারেনি তা ফলাফলেই প্রমাণিত। তার পরেও নির্বাচনী প্রচারে বামেদের তরুণ প্রার্থী দীপ্সিতার প্রচারভঙ্গিকে স্যালুট স্থানীয় তৃণমূলকর্মীদের।

মঙ্গলবার গণনার দিন সময় যত এগিয়েছে তত ব্যবধান বাড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দশ-বারো রাউন্ড গণনা শেষে দেখা যায় ব্যবধান প্রায় লক্ষাধিক ভোটের। ব্যবধান যত বেড়েছে ততই সবুজ আবিরে রঙিন হয়ে উঠেছে শ্রীরামপুরের আকাশ।শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ ৮৫ হাজার ৯৫০ ভোটে জয়ী হন। এই ব্যবধান দেখে বেরিয়ে আসা সিপিআইএম প্রার্থী দীপ্সিতাকে দেখে হঠাৎই তৃণমূলকর্মীদের আবদার, “আপনার বক্তৃতা ভালো লাগে। আপনার মতো নেত্রী চাই। দিদিকে দিদির পাশে দেখতে চাই। আপনার মতো মানুষকে চাই।”

তবে তৃণমূল কর্মীদের এহেন আবদারে কার্যত লজ্জা পেয়ে যান দীপ্সিতা। বারবার নমস্কার করতে থাকেন। আর একইসঙ্গে স্পষ্টই দীপ্সিতা জানিয়ে দেন, তিনি বামপন্থীই থাকবেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version