Friday, August 22, 2025

বুথ ফেরৎ সমীক্ষায় সমীক্ষকদের বারবার ব্যর্থ করে দিয়েছে বিজেপি বিরোধী জনগণের রায়। মহারাষ্ট্রের লোকসভার ফলেও তারই প্রতিফলন। দেশের বাণিজ্য নগরীর রাশ কার হাতে থাকবে, সেই প্রশ্নের উত্তরে স্থায়ী সরকারের পক্ষেই রায় দিতে চলেছে মহারাষ্ট্র। দুই জোটের কঠিন লড়াইতে এগিয়ে থাকছে I.N.D.I.A. জোটের শরিকরাই। আর জয়ের আশা দেখতেই শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মুখে ‘খেলা’-র বার্তা।

মহারাষ্ট্রের নির্বাচনে বরাবর শিবসেনাই ফ্যাক্টর। সেই শিবসেনা এবার দ্বিধাবিভক্ত। এমনকি মহারাষ্ট্রে শারদ পাওয়ারের এনসিপিও দুই ভাগে ভাগ হয়ে লড়েছে। মহা বিকাশ অগাধি-র পক্ষে উদ্ধব ঠাকরের শিবসেনার সঙ্গে শারদ পাওয়ারের এনসিপি ও কংগ্রেসের জোটে বারবার রাজ্যের উন্নয়নের ইস্যুতে সামনে রাখা হয়েছে। ফলাফলের সর্বশেষ পরিসংখ্যান বলছে সেই উন্নয়নের দিকেই ঝুঁকে মহারাষ্ট্রের মানুষ।

নির্বাচনে বরাবর ভোটের হার কম থাকে বাণিজ্য নগরীতে। তবে এবার গোটা মহারাষ্ট্রেই ভোটদানের হার কম ছিল। সেই পরিস্থিতিতে বিজেপি বিরোধী জোটকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন উদ্ধব ঠাকরে। পরিণামে ৪৮ আসনের মহারাষ্ট্রে ৯টি আসনে জয়ের পথে উদ্ধব নেতৃত্বাধীন শিবসেনা। তবে কংগ্রেস এবার সেখানে সেরা, ১২ আসন জয়ের পথে। ভালো লড়াই করেছেন শারদ পাওয়ার, যাঁর নেতৃত্বাধীন এনসিপি ৭ আসনে জয়ের পথে। এর ফলে মহারাষ্ট্রে সর্বশক্তিশালী দল হিসাবে মান্যতা পেতে চলেছে কংগ্রেস।

উল্টোদিকে বিজেপি ১১টি আসনে জিততে চলেছে। শিবসেনার মূল শাখা ৭ আসনে জয় পেতে পারে। যদিও তার মধ্যে একটিতে ভোটের ব্যবধান মাত্র ৫০০। শারদ পাওয়ারকে চাপে ফেলা এনসিপ-র অন্য শাখা মাত্র একটি আসনে এগিয়ে। ফলাফলের হাওয়া দেখে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের দাবি, “দেশে পরিবর্তন আসতে চলেছে। আমরা আশাবাদী। সন্ধ্যার মধ্যে আরও আসন কমবে বিজেপির। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ আর বাংলাই সবথেকে বড় খেলা দেখিয়েছে।“

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version