Friday, November 28, 2025

বিজেপির ভরসা এখন চন্দ্রবাবু-নীতীশ! মোদির মুখে ‘রাজ্যকে সাহায্যের’ উপঢৌকন

Date:

Share post:

গণনা শেষ হওয়ার আগেই মোদির মুখে তৃতীয়বার কেন্দ্রের সরকার গঠনের বুলি। সেই সঙ্গে কেন্দ্রের ক্ষমতায় এলে মোদি-বাহিনীর দলে নাম না লেখালে যে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হবে রাজ্য, সেই প্রচ্ছন্ন হুমকিও চাপা থাকল না দলের কর্মীদের দেওয়া মোদির বার্তায়। একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরেই থাকতে হবে বুঝতে পেরেই জোটসঙ্গীদের উপর চাপ দেওয়ার খেলায় মেতে উঠলেন মোদি।

একক সংখ্যাগরিষ্ঠতা তো দূরের কথা, গতবারের থেকে পিছিয়ে বিজেপি তথা এনডিএ জোট। দেশের মানুষ সাদরে গ্রহণ করেছেন I.N.D.I.A. জোটকে। সেই পরিস্থিতিতে সরকার গঠনের আগে কখনও হুমকি, কখনও প্রলোভন। এটাই এখন অস্ত্র মোদির। প্রথমেই তিনি প্রয়োগ করেন প্রলোভনের অস্ত্র। যেখানে বিজেপির সরকার গঠন এখন তার জোটসঙ্গীদের উপর নির্ভর করছে সেখানে মোদি বলেন, “এই পবিত্র দিনে এটা নিশ্চিত হল যে এনডিএ তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে। আমি জনগনকে ধন্যবাদ জানাই।” তিনি স্পষ্ট বুঝে গিয়েছেন জোটসঙ্গীরা হাত ছাড়লে ক্ষমতায় আসা সম্ভব না।

সেই সঙ্গে তিনি আলাদাভাবে উল্লেখ করেন অন্ধ্রপ্রদেশ ও বিহারের কথা। চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও বিহারের নীতীশ কুমারের সমর্থন এনডিএ-র পক্ষে না থাকলে যে তৃতীয়বার মোদি সরকার-এর বুলি বুদবুদের মতো মিলিয়ে যাবে তা তো স্পষ্ট বিজেপির কাছেও। তাই উপঢৌকনের বাণী মোদির মুখে, “যে চার রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, আমি আশ্বাস দিচ্ছি আমাদের সরকার তাদের উন্নয়নে কোনও ত্রুটি রাখবে না। যার মধ্যে চন্দ্রবাবুর অন্ধ্রপ্রদেশ রয়েছে। নীতীশ কুমারের বিহারও ভালো ফল করেছে।” বিহারে বিধানসভা নির্বাচন না হলেও মোদি বুঝিয়েই দিলেন এখন চন্দ্রবাবু আর নীতীশই তাঁর ভরসা।

সেই সঙ্গে দেশের মানুষ বিজেপির জনবিরোধী নীতিকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কার্যত সেটা বুঝতে পেরেই ফল প্রকাশের দিন মোদির মুখে সংবিধানের বাণী। এক তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা না থাকায় বিজেপির সংবিধান বদলানোর চিন্তা যে মস্তিষ্কেই থেকে যাবে, কার্যকর করা যাবে না, তা বুঝতে পেরেই খানিকটা মানুষের মন জয়ের চেষ্টা। যদিও একবারও সংবিধান না বদলানোর বার্তা দেননি এদিন মোদি। বরঞ্চ সংবিধানকে ‘গাইডলাইন’ হিসাবে মানার কথা বলেন তিনি।

spot_img

Related articles

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...