Thursday, August 21, 2025

দেশের মানুষ দেশের সরকার চালাতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের মুখ দেশ চালানোর কাজে দেখতে চায় না, লোকসভায় ১০০ আসন ছুঁয়ে দাবি রাহুল গান্ধীর। মোদি-শাহের সংবিধান ধ্বংস করার পরিকল্পনার বিরুদ্ধে যেভাবে I.N.D.I.A. জোটের সদস্যরা লড়াই করেছেন, তার পরিণামেই কেন্দ্রে পালাবদল হয়েছে। এমন বার্তা দিয়ে জোটের সব সদস্যকে এই জয়ের শরিক বলে দাবি করলেন রাহুল। সেই সঙ্গে সরকার গঠন নিয়ে সব সিদ্ধান্ত জোট শরিকদের সঙ্গে আলোচনা করার পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হল কংগ্রেসের পক্ষ থেকে।

বুধবারই সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত বৈঠকে বসবে জোট শরিক নেতৃত্ব। জোটের পক্ষ থেকে সরকার গঠনের প্রস্তাব যাবে, না তাঁরা বিরোধীর আসনে থাকবেন, সেই সিদ্ধান্তও জোট শরিকদের ছাড়া নেওয়া হবে না বলে জানানো হয় কংগ্রেস সাংবাদিক বৈঠকে। আসন সংখ্যা ১০০ ছাড়ানোর পরেই কংগ্রেস তথা জোটের সাফল্যকে দেশের দরিদ্র মানুষের সাফল্য বলে দাবি করেন রাহুল গান্ধী। বুধবার শেয়ার মার্কেটের পতনের সঙ্গে বিজেপির পতনের তুলনা করে তিনি বলেন, “মানুষ যেন ঠিকই করে নিয়েছেন দেশে থেকে মোদি যাওয়া মানেই আদানিরও পতন”।

কংগ্রেসের বৈঠকে মঙ্গলবার দাবি করা হয় জোটের পরবর্তী রূপরেখা দারিদ্র ও দেশের উৎপাদনকে লক্ষ্য রেখেই করা হবে। ‘প্রো-পুওর’, ‘প্রো-প্রোডাকশন’ মূল নীতির কথা জানান রাহুল গান্ধী। তবে সেই পথে হেঁটে দেশের সরকারে পরিবর্তন আসবে কি না, সেই সিদ্ধান্ত বুধবারের পরই জানা যাবে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version