Friday, November 28, 2025

মণিপুরের ফলাফলে নারী নির্যাতনের জবাব! বিজেপিকে প্রত্যাখ্যান উত্তর-পূর্বের

Date:

Share post:

অশান্তিতে বিধ্বস্ত মণিপুর নিয়ে এক বছর ধরে কোনও পদক্ষেপ নিতে পারেনি কেন্দ্রের মোদি সরকার। প্রকাশ্যে নারী নির্যাতনের ঘটনা দেখেও একটি শব্দ ব্যয় করেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজও সেই ঘটনায় অভিযুক্তরা সবাই ধরা পড়েনি। মণিপুরকে মোদি সরকারের সেই বঞ্চনার জবাব ইভিএমেই দিলেন মণিপুরের মানুষ। হিংসা বিধ্বস্ত মণিপুরে যে বিরোধীরা বারবার গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সমস্যা বুঝে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। যে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে হিংসা বিধ্বস্ত মণিপুরে গিয়েছেন, সেখানেই যুযুধান দুপক্ষই আস্থা রেখেছেন কংগ্রেসে।

মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের সময় যে কয়েকটি রাজ্যে সকলের নজর ছিল তার মধ্যে একটি নাম ছিল মণিপুর। হিংসা পরিস্থিতিতে লোকসভায় বারবার মোদির বিবৃতি দাবি করা হলে লোকসভাতেই অনুপস্থিত থেকেছেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রচারে বারবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে মণিপুরে হিংসা ও নারীর অসম্মানে বিজেপির নীরবতা নিয়ে তোপ দেগেছে। মণিপুরের মানুষও বিজেপির বঞ্চনার জবাব লোকসভার ভোটবাক্সে দেবে বলেই স্থির করে রেখেছিল। মঙ্গলবার নির্বাচনের ফলাফলে মণিপুরের দুটি আসনই জেতে কংগ্রেস। ইনার মণিপুরে মেইতি সম্প্রদায়ের ভোটে বিজেপিকে পরাস্ত করেছেন কংগ্রেস প্রার্থী। অন্যদিকে আউটার মণিপুরে কুকি সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এনডিএ সঙ্গী নাগা পিপলস ফ্রন্টকে পরাজিত করে কংগ্রেস।

তবে শুধু মণিপুর নয়। একমাত্র অরুণাচল প্রদেশ বাদে সব রাজ্য থেকে সাফ হয়ে গিয়েছে বিজেপি তথা এনডিএ। অরুণাচল প্রদেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হয়েছে। বিধানসভা নির্বাচনে ৪৮টি আসন জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। একই প্রতিফলন লোকসভার ফলাফলেও দেখা গিয়েছে। ফলে অরুণাচলের দুটি আসনই জিতেছে বিজেপি।

উত্তর-পূর্বের একসময়ের একচ্ছত্র ক্ষমতা যে কংগ্রেস হারিয়েছে তা ২০১৯ নির্বাচনে দেখা যায়। কিন্তু বিজেপির অপশাসন আর অত্যাচারে ফের উত্তরপূর্বের মানুষ মুখ ঘুরিয়েছেন বিজেপির দিক থেকে। নাগাল্যান্ডের একটি মাত্র আসনে জয়ী হয় কংগ্রেস। মেঘালয়ের দুটি আসনের মধ্যে ১টি জিতেছে কংগ্রেস। অন্যটিতে স্থানীয় ভয়েস অফ দ্য পিপলস পার্টি জয়লাভ করে। বিজেপির অপশাসনে বর্তমান লোকসভা নির্বাচন আঞ্চলিক শক্তিগুলির উত্থানের সাক্ষী থাকল এভাবেই।

spot_img

Related articles

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...