Thursday, August 21, 2025

জয়ের পরই স্বামীর প্রশংসা রচনার, অনিশ্চিত ‘দিদি নাম্বার ওয়ান’-এর ভবিষ্যৎ!

Date:

লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) হুগলি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। প্রচার পর্বে তাঁকে কটাক্ষ করে যে সমস্ত মিম ভাইরাল হয়েছিল এবার সেগুলোকেই জয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন অভিনেত্রী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা জানিয়েছিলেন, তিনি হুগলির ‘দিদি নাম্বার ওয়ান’ আর বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No One) হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু যে রিয়ালিটি শো তাঁকে এত জনপ্রিয়তা দিয়েছে এবার সেই শোয়ের ভবিষ্যৎ নাকি অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে? সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কি তবে টেলিভিশন ছাড়ছেন?

কখনও ‘ধোঁয়া’ নিয়ে কটাক্ষ কখনও দই নিয়ে মিম। গত দু আড়াই মাস ধরে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান মুহূর্ত ভাইরাল হয়েছে। প্রতিপক্ষ বিজেপির লকেট চট্টোপাধ্যায় তাঁকে তীব্র আক্রমণ করলেও হাসিমুখে সৌজন্যের রাজনীতি বজায় রেখেছেন অভিনেত্রী। এই কারণেই কি সাফল্য? রচনা বলছেন, সবটাই হয়েছে মানুষের জন্য আর মমতা-অভিষেক আস্থা রেখেছেন তাঁর ওপর, সেই কারণেই এই জয়। তবে এসবের পাশাপাশি স্বামীর প্রশংসা করতে ভুলবেন না অভিনেত্রী। প্রথম থেকেই নিজের দুই বিশ্বস্ত সৈনিককে নিয়ে ময়দানে নেমেছিলেন বলেই জানালেন অভিনেত্রী। রচনার কথায়,‘‘ আমার এই জয়ের কৃতিত্ব দেব প্রবালকে (স্বামী) ও অশেষ পালকে দাদা)। এই দু’জন অক্লান্ত পরিশ্রম করেছে।’’ জয়ের পর ‘দিদি নাম্বার ওয়ান’-কে নিয়ে নতুন মিম ঘোরাফেরা করছেন। নেটপাড়া বলছে সংসদেও হয়তো সঞ্চালিকার ভূমিকায় অবতীর্ণ হয়ে রচনা বলবেন “এবার বলো”। কিন্তু যে গেম শো নিয়ে এত কিছু , সেই অনুষ্ঠান নাকি আর করতে পারবেন না রচনা? প্রশ্ন শুনে অভিনেত্রী জানালেন, এরকম কোনও ভাবনা চিন্তা আপাতত তাঁর মাথায় নেই। সাংসদ হিসেবে নতুন দায়িত্ব নিয়ে পুরনো কর্তব্য এবং পেশাদারিত্ব ভুলতে রাজি নন হুগলির তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী। বলছেন, “কষ্ট হবে কিন্তু সবদিক ম্যানেজ করে নেব।” উত্তরের শেষে সিগনেচার হাসি দিয়ে ভিকট্রি চিহ্ন দেখাতেও ভোলেননি রচনা।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version