Sunday, November 9, 2025

শিয়ালদহে ট্রেন বাতিলে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা! অফিস টাইমে বাড়ছে দুর্ভোগ

Date:

চলছে প্ল্যাটফর্ম রক্ষণাবেক্ষণের কাজ। আর সেকারণেই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ (Sealdah) স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। কিন্তু শুক্রবার সকালে শিয়ালদহ স্টেশনে দেখা গেল এক অন্য ছবি। সাতসকালেই স্টেশনে অফিস যাত্রীদের থিকথিকে ভিড়। সকাল থেকেই ঘণ্টার পর ঘণ্টা ধরে ট্রেনের জন্য অপেক্ষারত অফিস যাত্রীরা। কিন্তু দীর্ঘক্ষণ কাটলেও ট্রেনের (Train) দেখা নেই। অফিস টাইমে ট্রেন না মেলায় চরম ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ এসব জানেনই না তাঁরা।

১২ কামরার ট্রেন চালানোর জন্যই রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রাখা হয়েছে শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। পাশাপাশি বাতিল করা হয়েছে ১০০ লোকাল ট্রেন। ১৪৭টি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ৪টি এক্সপ্রেস ট্রেনেরও রুট সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। এর জেরেই চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। তবে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ হলেও ৬,৭,৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে। কিন্তু সেখানেও ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে দাড়িয়ে যাত্রীরা।


যাত্রীদের মতে, ভোর ৬টা ৪৫ মিনিট থেকে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ৭.৩০-র পরও ট্রেন আসেনি। ট্রেনের রুট পরিবর্তন বা প্ল্যাটফর্ম বন্ধ থাকার বিষয়ে তারা জানতেন না। এখন কীভাবে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছবেন? এই প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে রেলের তরফেও জানানো হয়েছে, যেহেতু যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাই সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে শিয়ালদহ মেইন শাখা থেকে যে ট্রেনগুলি ছাড়ার কথা ছিল, তা দমদম জংশন থেকে ছাড়ছে। যাত্রীরা যারা শিয়ালদহ স্টেশনে এসেছেন , তাদের আবার দমদম অবধি যেতে হচ্ছে ট্রেন ধরার জন্য।


Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version