কং সমর্থিত তৃতীয় ফ্রন্টের সরকারের উদ্যোগ?

নড়বড়ে হলেও এনডিএ (NDA) জোটের সরকারের শপথ রবিবার বলে খবর যখন ঘোষিত, তখন অন্য এক সম্ভাবনা কি গোকুলে বাড়িতেছে?

বৃহস্পতিবার রাতের খবর, মোদির সরকার ঠেকাতে বিকল্প ভাবনা শুরু। কংগ্রেস মন্ত্রিসভায় না গিয়ে সমর্থন করবে অবিজেপি অন্য দলগুলিকে। তাদের ফ্রন্টের সরকার তৈরি হবে। সেজন্য এনডিএর কিছু শরিককেও বড় পদ ছাড়া হতে পারে, এমনকি প্রধানমন্ত্রী হতে পারেন নীতিশ বা নাইডু। চাপা তৎপরতা চলছে। তবে কাজটি কঠিন। এবিষয়ে চর্চা চললেও কোনো দলের তরফেই এধরণের কোনো উদ্যোগের সত্যতা স্বীকার করা হয়নি।