Saturday, November 8, 2025

‘শুভকামনা দিতে পারব না’, নেত্রীর বার্তার পর শপথ গ্রহণ বয়কট তৃণমূলের

Date:

অগণতান্ত্রিক. অসাংবিধানিক, বেআইনিভাবে তৈরি মোদি সরকারকে কোনও শুভকামনা দিতে পারবে না তৃণমূল। শনিবার দলীয় সাংসদ, কর্মী, নেতৃত্বদের নিয়ে বৈঠকের পরেই ঘোষণা করেছিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা ছিল, এই সরকার শপথ নিলেও এর মেয়াদ বেশিদিন নয়। নেত্রীর নির্দেশ মতোই তাই রবিবারের মোদি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করল তৃণমূল। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন সে কথা।

রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যেখানে শনিবার সকাল থেকে বিদেশের অতিথিরা উপস্থিত হয়ে গিয়েছিলেন রাজধানী দিল্লিতে, সেখানে শনিবার বিকাল পর্যন্ত কোনও আমন্ত্রণ পাননি বিরোধী দলের নেতারা। অবশেষে শনিবার রাতে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি ফোন করেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। উত্তরে সুদীপ জানান তৃণমূলের পক্ষ থেকে শপথ গ্রহণে যোগ দেবে না। তিনি বলেন, “শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি যাচ্ছি না। দলই সিদ্ধান্ত নিয়েছে না যাওয়ার। সেখানে কী করে যাব।”

শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “যে সরকার পুরোপুরি অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও বেআইনিভাবে গড়ে উঠছে তাকে আমরা শুভকামনা জানাতে পারব না। আমাদের শুভকামনা দেশের জন্য থাকবে। ভবিষ্যতের জন্য শুভ হোক এমন প্রত্যাশা করি।”

এরপরই শনিবার বিজেপির তরফে আমন্ত্রণ এলেও ফিরিয়ে দেয় তৃণমূল। পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, “সাংসদদের রেজিস্ট্রেশন করতে হয় ৫ থেকে ৯ তারিখের মধ্যে। আজই শেষদিন। তাই রবিবার হলেও খোলা রয়েছে। সেই অনুষ্ঠানে যাচ্ছি।”

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version