Saturday, November 8, 2025

তৃণমূলের সাফল্যে ম্যাজিক “লক্ষ্মীর ভাণ্ডার”, বিজেপির রাজ্য সভাপতি পদে মহিলা মুখ?

Date:

একুশের বিধানসভা ভোট থেকেই এ রাজ্যে মহিলাদের ব্যাপক সমর্থন পেয়ে আসছে তৃণমূল কংগ্রেস (TMC)। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও (Loksabha Election) তার ব্যতিক্রম হয়নি। মহিলারা ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। মূলত, রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহিলাদের জন্য তাঁর একাধিক জনমুখী প্রকল্প এই সাফল্যের অন্যতম চাবিকাঠি। লক্ষ্মীর ভাণ্ডার এই ভোটে ম্যাজিকের মতো কাজ করছে।

অন্যদিকে, মহিলা ভোটে স্থায়ী ক্ষয় লেগেই রয়েছে বিজেপির। ফলে সংসদে মহিলা সংরক্ষণ আইন করেও বাংলার নারীদের ভোট টানতে ব্যর্থ বিজেপি। বিধানসভা থেকে লোকসভা—বাংলায় বিজেপির ভরাডুবির পিছনে মহিলা ভোটই যে বড় ফ্যাক্টর, মানছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। এই অবস্থায় বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘টক্কর’ দিতে ‘নারীশক্তি’-কেই সামনে আনতে চাইছে বিজেপি। দলের সংগঠনের শীর্ষ পদে কোনও মহিলাকে বসানোই লক্ষ্য বঙ্গ বিজেপির।

কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির সংবিধান অনুযায়ী এক ব্যক্তি দুই পদে থাকতে পারেন না। তাই রাজ্য সভাপতি বদলের জল্পনা শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথম রাজ্য সভাপতির দায়িত্ব পেতে পারেন কোনও মহিলা। আগামী বিধানসভা ভোটে তাঁর নেতৃত্বেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চাইছে বিজেপি। কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের একটা বড় অংশ এ বিষয়ে সহমত বলে জানা গিয়েছে। এক্ষেত্রে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, দেবশ্রী চৌধুরী, মালতি রাভা রায়ের নাম উঠে আসছে। তবে এঁদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপি সূত্রে খবর, লকেট দলের বর্তমান ক্ষমতাসীন ‘লবি’র না হলেও সাংগঠনিক ও প্রশাসনিক অভিজ্ঞতার নিরিখে এই মুহূর্তে তিনিই সবচেয়ে এগিয়ে রয়েছেন।

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version