Tuesday, November 4, 2025

ফের কানাডায় ভারতীয় বংশোদ্ভূত যুবক খুন! গ্ৰেফতার ৪ অভিযুক্ত, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

কানাডায় (Canada) ফের খুন ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে কানাডার সুর। মৃতের নাম যুবরাজ গোয়েল (Yuvraj Goyal) (২৮ বছর)। ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, ওই যুবককে টার্গেট করেই গুলি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, যুবরাজ গোয়েলের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের অভিযোগ ছিল না। তবে কী কারণে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে, তা জানতে তদন্ত চলছে।

সূত্রের খবর, ২০১৯ সালে পাঞ্জাবের লুধিয়ানা থেকে স্টুডেন্টস ভিসা নিয়ে কানাডায় যান যুবরাজ। সম্প্রতি তিনি সেখানে পাকাপাকিভাবে বসবাসের অনুমতি পেয়েছিলেন। সুরেতে একটি গাড়ি ডিলারের কাছে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন তিনি। শহরে তাঁর বাড়িতেই গুলি করে খুন করা হয় যুবককে। তবে একাধিক সংবাদমাধ্যমে দাবি, যুবরাজ প্রতিদিনের মতো জিমে গিয়েছিলেন। গাড়ি থেকে বাড়ির সামনে নামতেই আততায়ীরা গুলি করে।

এদিকে গোয়েলের এক ঘনিষ্ঠ আত্মীয়ের মতে, বলবানদীপ জানিয়েছেন, গুলি করার মাত্র ৩০ সেকেন্ড কিংবা এক মিনিট আগেও তিনি মায়ের সঙ্গে কথা বলছিলেন। মাকে শুভরাত্রি বলার পরই তাঁকে তাক করে গুলি চালানো হয়। এদিকে পুলিশ সূত্রে খবর, খুনের কিছুক্ষণের মধ্যেই চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাদের নাম, মনবীর বাসরাম (২৩), সাহিব বাসরা (২০), হরকিরাত ঝুট্টি (২৩) এবং কেইলন ফ্রাঙ্কোইস (২০)। প্রথম তিনজন সুরের বাসিন্দা। চতুর্থজনের বাড়ি ওন্টারিওতে। চারজনের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি খুনের অভিযোগ আনা হয়েছে।


Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...
Exit mobile version