Sunday, November 9, 2025

রাতের অন্ধকারে একের পর এক গুলি! মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) ফল ঘোষণার (Result Out) পর এক সপ্তাহ কেটে গেলেও বিরোধীদের অশান্তিতে উত্তপ্ত বাংলা (West Bengal)। এবার মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক তৃণমূল (TMC) কর্মীর। সূত্রের খবর, মৃতের নাম সনাতন ঘোষ। তিনি দুধের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূল কর্মীর মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে বিজেপিকে (BJP) কাঠগড়ায় তুলে সরব তৃণমূল। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত বারোটা নাগাদ সনাতন ঘোষ-সহ আরও দু’জন ব্যবসায়ী বাইকে করে গজনীপুর থেকে পাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। তখনই গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় কয়েকজন দুষ্কৃতী বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে সনাতনকে গুলি করে। সনাতনের দেহে একাধিক গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে আচমকা গুলির আওয়াজ ও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি। তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে সনাতনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহারপাড়া থানার পুলিশ।

তবে ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে হরিহরপাড়ায়। সনাতন এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন। তবে মৃতের পরিবারের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছে। তবে কে বা কারা সনাতনকে গুলি করল, কেন তাঁকে মারা হল গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version