Tuesday, November 4, 2025

রাতের অন্ধকারে একের পর এক গুলি! মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) ফল ঘোষণার (Result Out) পর এক সপ্তাহ কেটে গেলেও বিরোধীদের অশান্তিতে উত্তপ্ত বাংলা (West Bengal)। এবার মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক তৃণমূল (TMC) কর্মীর। সূত্রের খবর, মৃতের নাম সনাতন ঘোষ। তিনি দুধের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূল কর্মীর মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে বিজেপিকে (BJP) কাঠগড়ায় তুলে সরব তৃণমূল। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত বারোটা নাগাদ সনাতন ঘোষ-সহ আরও দু’জন ব্যবসায়ী বাইকে করে গজনীপুর থেকে পাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। তখনই গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় কয়েকজন দুষ্কৃতী বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে সনাতনকে গুলি করে। সনাতনের দেহে একাধিক গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে আচমকা গুলির আওয়াজ ও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি। তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে সনাতনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহারপাড়া থানার পুলিশ।

তবে ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে হরিহরপাড়ায়। সনাতন এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন। তবে মৃতের পরিবারের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছে। তবে কে বা কারা সনাতনকে গুলি করল, কেন তাঁকে মারা হল গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version