Thursday, August 21, 2025

শিকেয় উঠেছে পঠন-পাঠন! কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দ্রুত খুলতে হবে স্কুল, কড়া নির্দেশ নবান্নের

Date:

কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য শিকেয় উঠেছে পঠন-পাঠন। সোমবার থেকে গরমের ছুটির পর স্কুল খোলার কথা থাকলেও কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য রাজ্যের একাধিক স্কুল খোলা সম্ভব হয়নি। এবার যে সমস্ত স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখান থেকে বাহিনী সরানোর জন্য দ্রুত নির্দেশ দিল রাজ্য প্রশাসন। প্রত্যেক জেলার জেলাশাসক ও ডিআই-দের এবং কলকাতার ক্ষেত্রে নগরপালকে নির্দেশ দিয়ে বলা হয়েছে অবিলম্বে স্কুল থেকে বাহিনীদের সরিয়ে তাঁদের থাকার বিকল্প ব্যবস্থা করতে হবে। কোনও ভাবেই যেন বাহিনীর জন্য পড়াশোনায় ক্ষতি না হয় সেদিকে নজর দিতে হবে। জানা গিয়েছে, গোটা রাজ্য জুড়ে এসএসকে, এমএসকে , উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট ৫০০ স্কুলে এখনও বাহিনী রয়েছে। এদিকে শহরের স্কুল গুলিতে অনলাইন ক্লাস করানোর ব্যবস্থা থাকলেও গ্রামের দিকে সেই সুবিধে অনেকটাই কম। তাই পড়াশোনায় যাতে বিঘ্ন না ঘটে সেই কারণে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে অবিলম্বে স্কুলকে পঠন পাঠনের উপযোগী করে তোলার নির্দেশ রাজ্য প্রশাসনের।

এদিকে, কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে স্কুল খোলা যাচ্ছে না, তাই আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করুক এই মর্মে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীদের একাংশ। আগামীকাল বুধবার বিষয়টি শোনা হবে বলে জানায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- ভারত-পাক ম্যাচ দেখতে বিক্রি করে দিলেন ট্র্যাক্টর, শেষে মিলল হতাশা , কেন ?

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version