Tuesday, August 26, 2025

শিকেয় উঠেছে পঠন-পাঠন! কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দ্রুত খুলতে হবে স্কুল, কড়া নির্দেশ নবান্নের

Date:

কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য শিকেয় উঠেছে পঠন-পাঠন। সোমবার থেকে গরমের ছুটির পর স্কুল খোলার কথা থাকলেও কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য রাজ্যের একাধিক স্কুল খোলা সম্ভব হয়নি। এবার যে সমস্ত স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখান থেকে বাহিনী সরানোর জন্য দ্রুত নির্দেশ দিল রাজ্য প্রশাসন। প্রত্যেক জেলার জেলাশাসক ও ডিআই-দের এবং কলকাতার ক্ষেত্রে নগরপালকে নির্দেশ দিয়ে বলা হয়েছে অবিলম্বে স্কুল থেকে বাহিনীদের সরিয়ে তাঁদের থাকার বিকল্প ব্যবস্থা করতে হবে। কোনও ভাবেই যেন বাহিনীর জন্য পড়াশোনায় ক্ষতি না হয় সেদিকে নজর দিতে হবে। জানা গিয়েছে, গোটা রাজ্য জুড়ে এসএসকে, এমএসকে , উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট ৫০০ স্কুলে এখনও বাহিনী রয়েছে। এদিকে শহরের স্কুল গুলিতে অনলাইন ক্লাস করানোর ব্যবস্থা থাকলেও গ্রামের দিকে সেই সুবিধে অনেকটাই কম। তাই পড়াশোনায় যাতে বিঘ্ন না ঘটে সেই কারণে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে অবিলম্বে স্কুলকে পঠন পাঠনের উপযোগী করে তোলার নির্দেশ রাজ্য প্রশাসনের।

এদিকে, কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে স্কুল খোলা যাচ্ছে না, তাই আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করুক এই মর্মে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীদের একাংশ। আগামীকাল বুধবার বিষয়টি শোনা হবে বলে জানায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- ভারত-পাক ম্যাচ দেখতে বিক্রি করে দিলেন ট্র্যাক্টর, শেষে মিলল হতাশা , কেন ?

 

 

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version