Friday, August 22, 2025

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, মে-র বদলে এপ্রিল থেকেই বর্ধিত DA: জারি বিজ্ঞপ্তি

Date:

রাজ্য সরকারি কর্মীচারীদের জন্য সুখবর। মে নয়, এপ্রিল মাস থেকেই তাঁদের ৪ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা বা DA দেওয়া হবে। মঙ্গলবার, অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়। আগে জানানো হয়েছিল, মে মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ পাবেন তাঁরা।বর্ধিত DA-র দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। বিষয়টি নিয়ে মামলা হয়। ২০২৩-এর ডিসেম্বরেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি বছরের রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করা হয়েছিল। ১ মার্চ সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ঘোষণা করেন, ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হচ্ছে। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে মোট ১৪ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। নবান্ন সূত্রের খবর, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সরকারের ২ হাজার ৪০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। উপকৃত হবেন রাজ্যের প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী।

এদিন বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দফতর। মে মাসের পরিবর্তে এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই বর্ধিত ডিএ পাবেন তাঁরা। লোকসভা ভোটের প্রচারেই মমতা বলেন, ‘‘আমি আলোচনা করে ঠিক করলাম, ১ মে থেকে নয়, ১ এপ্রিল থেকে টাকাটা দেব। ১ মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন, তখন সঙ্গে সেই বর্ধিত ভাতাও পাবেন।’’ এবার সেই প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী।





Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version