Thursday, August 21, 2025

বিধানসভার মতো লোকসভাতেও শূন্য বাম তথা সিপিএম। হেরেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কংগ্রেস একেবারে খালি হাত না হলেও গতবারের দুটি থেকে একটি আসন কমেছে। অপ্রত্যাশিত হার সঙ্গী হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। অন্যদিকে, এ রাজ্যে তৃণমূল ২৯, আর বিজেপি ১২। ভোটের ফলাফলের এক সপ্তাহের মধ্যে ফের বাম-কংগ্রেসকে নিশানা করলেন আইএসএফ নেতা তথা ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকি।

ভোট বিপর্যয়ের পর নওশাদের বিস্ফোরক দাবি, ”কংগ্রেস, সিপিএমের মধ্যে অনেকেই জোট চাননি। আমরা চেয়েছিলাম জোট। জোট হলে তো বিজেপি ১২টা, তৃণমূল ২৯টা সিট পেত না। জোটেই বেশি সংখ্যায় সিট পেতাম, কিন্তু অনেকে চায়নি।”

বাংলায় যখন ৪২ আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করেছিল এ রাজ্যের শাসক দল তৃণমূল, তখন জোট বেঁধেছিল কংগ্রেস ও সিপিএম। কিন্তু সেই জোটে ছিল না আইএসএফ।একতরফাভাবে ১২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল তারা। নওশাদের দাবি, ”প্রথমে তো অধীরবাবু বেরিয়ে গিয়েছিল, তারপর বামেরা আমাদের সঙ্গে জোট করেনি। অনেকে হয়তো তৃণমূলের ২৯টা পাইয়ে দেওয়ার জন্য রাজনীতি করেছে। যাঁরা জোট করতে চায়নি। কারণটা কী, সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে”!

নওশাদের কথায়, “এমন অনেক সিট আছে, যেখানে ভোট কাটাকাটিতে বিজেপি জিতেছে। না হলে বিজেপি ১০টায় নেমে যেত, ৮টা নেমে যেত। তৃণমূল কংগ্রেস আরও নীচে নেমে যেত। ২৯ টা কেন, ২০ টপকাতে পারত না, যদি আমরা জোট করতাম। কিন্তু দুঃখের বিষয়, সেটা হয়নি”।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version