রানিগঞ্জের ডাকাতির ঘটনায় আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ধৃত সুরজ কুমার সিংকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে গ্রেফতার করা হয় এই ডাকাতির অন্যতম চক্রী সোনু সিং-কে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত সোনুও বিহারের বাসিন্দা। সোনুর কাছ থেকে প্রচুর সোনার গয়না ও নগদও উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ঝাড়খণ্ডের গিরিডির কাছ থেকে ডাকাতদলের অপহরণ করা গাড়ি সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ডাকাতির দিন পুলিশের গুলিতে জখম ছিল সুরজ সিং। ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেই জিজ্ঞাসাবাদ শুরু হয়। তার থেকেই জানা যায় ধানবাদের হাসপাতালে ভর্তি আরেক আহত দুষ্কৃতি সোনু। এরপরই ধানবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হানা দিয়ে সোনুকে গ্রেফতার করা হয়। তার কোমরের উপরে গুলি লেগেছিল।

মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয় সোনুকে। তবে আহত থাকায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয়। ধৃতের কাছ থেকে বেশ কয়েক রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে। সেই থেকেই পুলিশের অনুমান সোনুই এই ডাকাতির মাস্টারমাইন্ড।
