Sunday, November 2, 2025

নজরে শিল্প: লক্ষ্মীবারে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, আহ্বান শিল্পপতি-বণিক সভার প্রতিনিধিদের

Date:

ভোট শেষ হতেই রাজ্যের উন্নয়নমূলক কাজে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এবার নজরে শিল্প। বৃহস্পতিবার ফের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন (Nabanne) সভাঘরে বিকেল ৪টে থেকে বৈঠক। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ছাড়াও শিল্পপতি, বণিক সভার প্রতিনিধিদের বৈঠকে ডাকা হয়েছে।দীর্ঘ লোকসভা নির্বাচনের জন্য জারি ছিল আদর্শ আচারণ বিধি। ফলে অন্যান্য উন্নয়নমূলক কাজের মতো রাজ্যের শিল্প ও বিনিয়োগের বিভিন্ন প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে। নির্বাচনী আচরণবিধির কারণে নতুন শিল্প স্থাপনে উৎসাহ দিতে চালু হওয়া একাধিক ইনসেনটিভ প্রকল্পের সুবিধা থমকে গিয়েছে। MCC উঠে যাওয়ার পর থেকেই একের পর এক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, প্রশাসনিক বৈঠকের পরে শিল্প সংস্থাগুলি দ্রুত ও যথাযথ ভাবে সুবিধা পাওয়ার লক্ষ্যে এবার নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।

আবার অনেক ক্ষেত্রে, শিল্পোদ্যোগীদের তরফে ঋণের আবেদন করে বিনিয়োগ প্রকল্পের নথি ব্যাঙ্কে জমা পড়ার পরেও ইনসেনটিভ স্কিম সংক্রান্ত অনুমোদন না মেলায় সমস্যা তৈরি হচ্ছে। ফলে এই ধরনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে গতি আনার প্রয়োজন রয়েছে। এছাড়াও শিল্পপতিরা রাজ্যে যে বিনিয়োগ করছেন, সেই বিষয় নিয়ে আরও প্রচারের প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে। ফলে শিল্পের জন্য ডেস্টিনেশন বেঙ্গলের প্রচারে আরও জোর দেওয়া হবে।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই রাজ্যের কত টাকার বিনিয়োগ হয়েছে, সে বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যেহেতু বিভিন্ন দফতরে নানা সময় বিনিয়োগ এসেছে, সংশ্লিষ্ট দফতরগুলিকে নিজ নিজ তথ্য তৈরি করতে বলা হয়েছিল। সেই তথ্য তৈরির কাজ কতদূর এগিয়েছে, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।





Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version