Saturday, November 8, 2025

মানিকতলা উপনির্বাচন: রণনীতি-প্রচারকৌশলে বৈঠক সুপ্তি-কুণাল-অতীন-পরেশের

Date:

১০ জুলাই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নবান্নে দুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বৈঠকের পরে বুধবার কোর কমিটির বৈঠক হল বেলেঘাটায় বিধায়ক পরেশ পালের বাড়িতে। নির্বাচনের রণনীতি তৈরি করতে মঙ্গলবারই কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা। সেখানে চিফ ইলেকশন কনভেনর করা হয়েছে কুণাল ঘোষকে (Kunal Ghosh)। ইলেকশন এজেন্ট হয়েছেন অনিন্দ্য রাউত (Anindya Raut)। এদিন বৈঠকে পরেশ পাল ছাড়াও ছিলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, সুপ্তি পাণ্ডে (Supti Pandey) ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।২০২১ সালে মানিকতলা বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী কল্যাণ। এরপরই তিনি ভোটের ফল নিয়ে বিস্তর অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সাধন পাণ্ডে (Sadhan Pandey) প্রয়াত হন। কিন্তু কল্যাণের সেই মামলা নিষ্পত্তি না হওয়ায় এই আসনে এখনও উপনির্বাচন হয়নি। সম্প্রতি জট কাটে। ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রের সঙ্গেও মানিকতলাও উপনির্বাচন হবে। মানিকতলায় তৃণমূলের প্রার্থী কে হবে তা নিয়ে নবান্নে পর পর বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে (Supti Pandey)। মঙ্গলবার, নবান্নের মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রস্তুতিতে কোর কমিটি গঠন করে দেন। সেই মতো এদিন আলোচনায় বসে কোর কমিটি। গতবার মানিকতলা বিধানসভায় বিপুল ভোটে জিতেছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সাধন পাণ্ডে। এবার লোকসভা নির্বাচনেও কলকাতা উত্তর কেন্দ্রেও বড় ব্যবধানে জেতেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই লোকসভা কেন্দ্রের অধীন মানিকতলা বিধানসভা কেন্দ্রটি। এবার উপনির্বাচনেও এই কেন্দ্রে বিপুল ভোটে জিতবে তৃণমূল- প্রত্যয়ী নেতৃত্ব। কিন্তু তা সত্ত্বেও প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না শাসকদল। নির্বাচনের রণকৌশল ঠিক করতেই এদিন বৈঠক করেন TMC নেতৃত্ব।

বৈঠক সেরে বেরিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, দলনেত্রীর নির্দেশ মতোই প্রচার কৌশল ও রণকৌশল ঠিক করতেই এদিন আলোচনা করেন তাঁরা। আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার পরেই প্রচার শুরু হবে। সুপ্তি পাণ্ডে জানান, তাঁরা একজোট হয়ে লড়াই করবেন। কোথায় কী কমতি আছে- সেইগুলি পর্যালোচনা করে রণনীতি ঠিক করা হচ্ছে।





Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version