Sunday, August 24, 2025

মোদির সফরের আগেই গান্ধীমূর্তি ভাঙচুর! ইতালিতে খালিস্তানি ‘সন্ত্রাস’

Date:

মোদি জমানায় গোটা বিশ্বে খালিস্তানি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক এখন এমন হয়ে দাঁড়িয়েছে, নরেন্দ্র মোদির সফরের সঙ্গে তাঁদের প্রতিবাদ প্রকট হয়ে উঠছে। এবার ইতালিতে খালিস্তানি হামলার শিকার মহাত্মা গান্ধীর মূর্তি। উদ্বোধনের কিছুক্ষণের মধ্যে মূর্তি ভাঙল খালিস্তানি জঙ্গিগোষ্ঠী। সেই সঙ্গে খালিস্তানি হুমকিও দেওয়া হল নিজ্জর খুনের প্রসঙ্গে। ঠিক একদিন পরেই দেশে জি-সেভেন সামিট শুরু হবে। সেখানে যোগ দেবেন নরেন্দ্র মোদিও। তার আগে যেন ভারতের নজর কাড়তেই এই হামলা চালালো জঙ্গিগোষ্ঠী।

বুধবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় দক্ষিণ ইতালির ব্রিনদিশি শহরে হামলা চালায় খালিস্তানি জঙ্গিরা। এই শহরেই বুধবার মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করে ইতালির প্রশাসন। কয়েক ঘণ্টার মধ্যেই সেই মূর্তি ভেঙে ফেলে খালিস্তানি দুষ্কৃতীরা। মূর্তির পাদদেশে লেখা হয় খালিস্তানি হুমকি। সেখানে হরদীপ সিং নিজ্জরের খুনেরও প্রতিবাদ করা হয়।

১৪ জুন থেকে ইতালিতে শুরু হচ্ছে জি-সেভেন সামিট। সেখানেই যোগ দেবেন নরেন্দ্র মোদি। কার্যত তাঁর দৃষ্টি আকর্ষণ করতেই এই হামলা, দাবি রাজনীতিকদের। ইতালি প্রশাসনের পক্ষ থেকে ভারত সরকারকে গোটা ঘটনা জানানো হয়েছে বলে জানান ইতালিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বাণি রাও। সেই সঙ্গে ইতালি প্রশাসনকে দুষ্কৃতীদের গ্রেফতার ও দেশের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে, এমনটাও জানান।

তবে মোদির সফরে খালিস্তানি সন্ত্রাস এই প্রথম নয়। ২০২৩ সালেও অস্ট্রেলিয়ার সিডনিতে স্বামী নারায়ণ মন্দিরে দেওয়াল লিখন হয় মোদির সফরের আগেই। এমনকি বিদেশে মহাত্মার মূর্তি ভাঙাও প্রথমবার নয়। গত বছর কানাডায় খালিস্তানিদের উপদ্রব বাড়ার পরে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশেও খালিস্তানিরা গান্ধী মূর্তি ভেঙেছিল।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version