Wednesday, May 21, 2025

চাঁপদানিতে  প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির কোচিং সেন্টারে বিনামূল্যে পড়াবেন পুলিশ কমিশনার

Date:

চাঁপদানি পুরসভার উদ্যোগে চন্দননগর কমিশনারেটের সহযোগিতায় চালু হল প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির কোচিং সেন্টার “স্টেয়ার টু সাকসেস।” মঙ্গলবার চাঁপদানি পুরভবন সংলগ্ন ভবনে কোচিং সেন্টারের  উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন, ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন, পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র। এই কোচিং সেন্টারে আগামীদিনে ডব্লুবিসিএস, রেল, ইউপিএসসি, পুলিশ, ব্যাঙ্ক সহ সরকারি চাকরির পরীক্ষার কোচিং দেবেন পুলিশের আধিকারিকরা।

শুধুমাত্র কোচিং নয়, সঙ্গে পড়ুয়ারা পাবে বই সহ শিক্ষা সামগ্রী।  পুলিশ কমিশনার জানিয়েছেন, পড়ুয়াদের জন্য একটি গ্রন্থাগার তৈরি করা হয়েছে। সেখানে কোচিং সংক্রান্ত যাবতীয় বই থাকছে। এই কোচিং হবে সম্পূর্ণ বিনামূল্যে। বুধবার থেকে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরবর্তী কয়েক দিনের মধ্যেই ছাত্র ছাত্রীদের নিয়ে কোচিং চালু করে দেওয়া হবে।

পুলিশ কমিশনার আরও বলেন, রামনবমীর সময় চাঁপদানিতে টেনশন ছিল।আমরা পুরসভার উদ্যোগে রামনবমী ও মসজিদ কমিটির সঙ্গে মিটিং করে ঠিক করি চাঁপদানি এলাকার যুবক যুবতীদের জন্য চাকরির পরীক্ষার কোচিং এর ব্যবস্থা করা হবে।সবাই সম্মত হয়। চাঁপদানি মূলত জুটমিল এলাকা। মিশ্র ভাষাভাষী মানুষের বাস।অর্থনৈতিক ভাবে কিছুটা পিছিয়ে পড়া।যারা উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে পড়ছে, তাদের চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নিতে সমস্যায় হয়।তাদের কথা ভেবে বিনা মূল্যে এই কোচিং চলবে।ছাত্র ছাত্রীদের ভবিষ্যত গড়তে খোদ পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পড়াবেন। চাঁপদানি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন দাস, এর আগে শেওড়াফুলি ফাঁড়ির ইনচার্জ থাকা কালীন এই ধরনের উদ্যোগ নিয়ে ছিলেন।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...

শিক্ষকদের মতো আচরণ করুন! আন্দোলনকারী শিক্ষকদের বললেন বিচারপতি

বিকাশ ভবনে অবস্থানকারী শিক্ষকদের মুখ পুড়ল হাইকোর্টে। বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়ে বলেন,...

শুরু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা! রাজ্য সরকারি কর্মীদের বেতন-পেনশন বিল এবার অনলাইনেই

রাজ্য সরকারি কর্মীদের বেতন, বকেয়া ও মাসিক পেনশন বিল জমার প্রক্রিয়ায় আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে এইসব বিল...

সুকান্তর স্ত্রীর ২ জায়গার ভোটার কার্ড! অভিযোগ রাষ্ট্রপতি থেকে জাতীয় নির্বাচন কমিশনে 

ভুয়ো ভোটার তালিকা নিয়ে যাঁরা রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, সেই সেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta...
Exit mobile version