NEET 2024: চাপে পড়েই ‘সুপ্রিম’ নতিস্বীকার! ১৫৬৩ পরীক্ষার্থীকে নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

নিট পরীক্ষা (NEET) নিয়ে কিছুতেই পিছু ছাড়ছে না বিতর্ক। এবার পড়ুয়া ও বিরোধীদের লাগাতার চাপে পড়ে পিছু হঠতে বাধ্য হল মোদি সরকার (Modi Govt)। বৃহস্পতিবার কেন্দ্রীয় টেস্টিং এজেন্সির (NTA) তরফে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) জানানো হল, ১৫৬৩ জন পরীক্ষার্থী, যারা নিট পরীক্ষায় ‘গ্রেস মার্কস’ পেয়েছিলেন, তাদের স্কোরকার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেকারণেই তাঁদের নতুন করে পরীক্ষা নেওয়া হবে। তবে কাউন্সেলিং কোনওভাবেই বন্ধ করা যাবে না। নিট পরীক্ষার ফলাফলে কারচুপি হয়েছে বলে ইতিমধ্যে হাজার হাজার অভিযোগ উঠেছে। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এর মাঝেই বৃহস্পতিবার বড় সিদ্ধান্ত কেন্দ্রের। তবে কেন্দ্রের সাফাই নিট পরীক্ষায় কোনওরকম দুর্নীতি হয়নি। কিন্তু বিরোধীরা সেই অভিযোগ উড়িয়ে ইতিমধ্যে তদন্তের দাবিতে সোচ্চার‌।

পাশাপাশি এদিন এনটিএ-র তরফে সুপ্রিম কোর্টে বিবৃতিতে জানানো হয়েছে, যে পরীক্ষার্থীদের স্কোরকার্ড বাতিল করা হচ্ছে, তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। আগামী ২৩ জুন এই পরীক্ষা হবে এবং ৩০ জুন পরীক্ষার ফল প্রকাশ হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ জুলাই। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চকে এদিন এমন সিদ্ধান্ত জানিয়েছে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ। এছাড়াও জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের মনের ভয় কাটাতেই এই সিদ্ধান্ত।

উল্লেখ্য নিট ২০২৪ পরীক্ষায় বিস্তর অনিয়ম এবং ফলপ্রকাশে অস্বচ্ছতার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়া ও অভিভাবকরা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা নিট পরীক্ষার নিয়ামক সংস্থা ১৫০০-র বেশি পরীক্ষার্থীকে ‘সময় নষ্ট’ হওয়ার কারণে গ্রেস মার্কস দিয়েছিল বলে দাবি। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কলকাতা সহ দেশের একাধিক প্রান্তে এর প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। আর সেই বিক্ষোভের মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হল কেন্দ্র।

নিট পরীক্ষা হয় ৭২০ নম্বরের। ৪ নম্বরের ১৮০টি প্রশ্ন থাকে। এবার নিট-এ বসেছিলেন ২৪ লাখ পরীক্ষার্থী। রেজাল্ট বেরলে দেখা যায় ফুল মার্কস ৭২০ মধ্যে ৭২০ পেয়েছেন মোট ৬৭ জন অর্থাৎ এইমসের মতো প্রতিষ্ঠানে সবাই সুযোগ পাবে না। আবার কেউ কেউ পেয়েছেন ৭১৮ কিংবা ৭১৯। যা নিয়েই দানা বেঁধেছে সন্দেহ। কারণ কেউ কোনও প্রশ্নের উত্তর না করলে তার পাওয়া কথা ৪ নম্বর কম অর্থাৎ মার্কস ৭১৮ বা ৭১৯ না হয়ে সেক্ষেত্রে মার্কস হওয়া উচিত ৭১৬। আবার কেউ কোনও প্রশ্নের ভুল উত্তর দিলে তার বাদ যাবে মোট ৫ নম্বর। সেক্ষেত্রে নম্বর পাওয়ার কথা ৭১৫ নম্বর। সেই জায়গায় ৭১৮ নম্বর পাওয়াটা অস্বাভাবিক!