Monday, November 3, 2025

ক্ষমতায় আসতেই জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত! রথযাত্রার আগে পুরীতে ‘ধর্মের তাস’ বিজেপির

Date:

ওড়িশায় ক্ষমতায় এসেই ফের মন্দির নিয়ে রাজনীতি শুরু বিজেপির (BJP)। লোকসভা ভোটে সব পূর্বাভাস বদলে বিজেডি সরকারকে ক্ষমতাচ্যুত করেছে গেরুয়া শিবির। বুধবারই ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মোহনচরণ মাঝি। আর তার কয়েকঘণ্টা কাটতে না কাটতেই প্রথমে পুরীর মন্দিরকেই টার্গেট নয়া মুখ্যমন্ত্রীর। অনান্য কোনো বিষয় নয় মন্দিরকে সামনে রেখে বিজেপি যে পুরীতে নয়া রাজনীতি শুরু করে দিল তা আর বলার অপেক্ষা রাখে না। মাস ঘুরলেই রথযাত্রা (Rathyatra)। ভক্তদের ভিড়ে জনপ্লাবনের চেহারা নেবে জগন্নাথভূমি (Jagannath)। তার আগেই বড়সড় পদক্ষেপ বিজেপির।


শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথম ক্যাবিনেট বৈঠকেই মোহন মাঝি পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার প্রস্তাবে সম্মতি জানান। আর সেইমতো বৃহস্পতিবার থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই খুলে দেওয়া হল। বৃহস্পতিবার সকালে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, দুই উপমুখ্যমন্ত্রী কেভি সিং দেও এবং প্রভাতি পারিদাকে জগন্নাথ মন্দিরে যান এবং সেখানে প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রী বলেছেন, বুধবার মন্ত্রিসভার বৈঠকে জগন্নাথ মন্দিরের চারটি দরজা খোলার প্রস্তাব পাশ হয়েছে। সেই মতো এদিন সকালে তিনি পুরীর বিধায়ক এবং সাংসদ সম্বিত পাত্রকে সঙ্গে নিয়ে মঙ্গল আরতিতে যোগ দিয়েছিলেন।

 


এদিকে বুধবারই দ্বাদশ শতাব্দীর এই মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ তহবিল তৈরি করারও কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মন্দিরের জন্য ৫০০ কোটি টাকার তহবিল তৈরি করা হবে। প্রসঙ্গত, ওড়িশায় বিজেপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম ছিল পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া। কোভিডকাল এবং কোভিড পরবর্তী সময় বিজেডি সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে মন্দিরের একটি মাত্র দরজা খোলা থাকবে। অবশেষে ক্ষমতায় এসেই দরজা খুলে নিজেদের ইমেজ বজায় রাখার চেষ্টা গেরুয়া বাহিনীর। পুরীর জগন্নাথ মন্দিরের চারদিকের চারটি দরজা ভিন্ন ভিন্ন নামে পরিচিত। সেগুলি হল সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার এবং অশ্বদ্বার। শেষমেশ রথযাত্রার আগেই খুলে গেল মন্দিরের ৪ দরজাই।


Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version