শুরুটা হয়েছিল প্রায় একবছর আগে নবজোয়ার যাত্রা দিয়ে। তারপর প্রায় তিনমাস লোকসভা নির্বাচনের প্রচার পর্ব। বাংলার উত্তর থেকে দক্ষিণে চষে বেড়িয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মানুষের কাছে তাঁর আবদার ছিল, রেকর্ড মার্জিনে জেতানো। ভোটাররা কথা রেখেছেন। এখনও পর্যন্ত বাংলার ভোটে রেকর্ড মার্জিনে জিতেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক। শুক্রবার, ডায়মন্ড হারবারের আমতলায় দলীয় কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
দলীয় কার্যালয়ে সকলের সঙ্গেই কুশল বিনিময় করেন অভিষেক। হালকা চালে ভোট-পর্ব নিয়ে কিছু আলোচনা হয়। মাসখানেক বাদে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত যে ৭টি বিধানসভা এবং পুর এলাকা রয়েছে তার ভোটের ফল নিয়ে পর্যালোচনা করবেন অভিষেক। একইসঙ্গে আগামী দিনে এই লোকসভা কেন্দ্রে উন্নয়নের রোড-ম্যাপ তৈরি করবেন তৃমূল সাংসদ। তার আগে এলাকা ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা সেরে নেবেন। এই কেন্দ্রে বিপুল জয় ও কর্মীদের নিরলস পরিশ্রমের পরে এদিন গোটা সময়টাতেই ছিল অন্য মেজাজ। সকলকে মিষ্টিমুখও করান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।