Thursday, August 21, 2025

লোকসভা নির্বাচনে আরএসএস-এর কোনও মতামত নেয়নি বিজেপি। নির্বাচনে ভরাডুবির পরে প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একের পর এক বিজেপির ভ্রান্ত নীতি সমালোচনা করেছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। এবার বিজেপির খারাপ ফলের পরে বিজেপির ‘ঔদ্ধত্য’ নিয়ে সমালোচনায় সরব আরেক আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।

ধর্মীয় ইস্যুতে দেশে নির্বাচন পরিচালনা করেছে বিজেপি, বিরোধীদের পক্ষ থেকে বারবার নির্বাচন কমিশনে এনিয়ে অভিযোগ জানানোর পরেও বিজেপির তোষামোদ করতে থাকা কমিশন গোটা নির্বাচন প্রক্রিয়ায় কোনও পদক্ষেপ নেয়নি। এবার বিজেপির সেই ‘রামনাম’কেই কাঠগড়ায় তুললেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।

তিনি দাবি করেন, “যে রাজনৈতিক দল (রামের প্রতি) ভক্তি দেখিয়েছে কিন্তু উদ্ধত হয়ে গিয়েছে তারা থেমে গিয়েছে ২৪১-এ।” ঠিক এভাবেই মোহন ভাগবতও বিজেপির ঔদ্ধত্যকে কাঠগড়ায় তুলেছিলেন। কার্যত গোটা নির্বাচনে যেভাবে ‘মোদি গ্যারান্টি’র নামে গোটা সরকার, বিজেপি এমনকি আরএসএস-এর নির্বাচনী প্রক্রিয়ায় ভূমিকাকে খাটো করে দেখিয়েছেন, তারই সমালোচনায় প্রকাশ্যে সরব আরএসএস নেতারা। তবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া মোদি যেভাবে ফলাফলের পরে ‘একসাথে চলো’ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এনডিএ জোটের নেতাদের, তাতেই প্রকাশ্যে তাঁর অহংকার ভাঙাকে বিদ্রুপ আরএসএস-এরও।

যদিও আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার নির্বাচনের ফলাফলকে ধর্মীয় তত্ত্ব দিয়েই ব্যাখ্যা করেছেন। তাঁর মতে I.N.D.I.A. জোট সদস্যরা রামের প্রতি ভক্তি দেখায়নি বলে তাঁরা ২৩৪ আসনে থেমে গিয়েছেন। অন্যদিকে এনডিএ জোট সদস্যরা রামের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলেই সরকার গঠন করতে পেরেছেন। কার্যত রাজনীতির ভিতরে ধর্মীয় বিষ মেশানোর কোনও প্রচেষ্টাই যে আরএসএস ছাড়ছে না, তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version