Sunday, August 24, 2025

জম্মু ও কাশ্মীরের সব স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করল সরকার

Date:

জম্মু ও কাশ্মীরের সব স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করল সরকার। স্কুলশিক্ষা দফতরের প্রধান সচিব অলোক কুমার এই মর্মে নির্দেশিকা জারি করেছেন। বলা হয়েছে, নিয়ম অনুযায়ী স্কুলগুলিতে সকালের জমায়েতে জাতীয় সঙ্গীত গাইতে হবে। বুধবার সরকারের তরফে জারি করা হয় জাতীয় সঙ্গীত সংক্রান্ত নির্দেশিকাটি। সেখানে বলা হয়েছে, স্কুলগুলিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সকালের প্রার্থনা শুরু হওয়া উচিত। ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দিন শুরু করা এবং পড়ুয়াদের মধ্যে একতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার ক্ষেত্রে স্কুল ব্যবস্থায় সকালের প্রার্থনার মতো একটি রীতির গুরুত্ব অপরিসীম। কিন্তু জম্মু ও কাশ্মীরের বহু জায়গায় স্কুলগুলিতে সকালের প্রার্থনা পালন করা হচ্ছে না বলে লক্ষ্য করা গিয়েছে। সকালের প্রার্থনার অঙ্গ হিসেবে সামগ্রিকভাবে ১৬টি পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। জাতীয় সঙ্গীত ছাড়াও এই সুপারিশগুলির অন্যতম হল অতিথি বক্তাদের আমন্ত্রণ জানানো, পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং মাদক বিরোধী প্রচার সহ বিভিন্ন বিষয়।

শিক্ষা দফতরের মতে, পড়ুয়াদের মধ্যে ঐক্য-শৃঙ্খলার বোধ জাগ্রত করার জন্য জাতীয়সঙ্গীত মূল্যবান মাধ্যম হিসাবে প্রমাণিত। নির্দেশিকায় বলা হয়েছে, এটি লক্ষ্য করা গেছে যে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মিরের সব শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের জাতীয় সঙ্গীত গাওয়ার উপর জোর দেওয়া হয় না।কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করার এই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সংবিধান অনুযায়ী শিক্ষা যৌথ তালিকাভুক্ত। সেই অনুযায়ী বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে শিক্ষানীতি কার্যকর করতে রাজ্যের ভূমিকা থাকে। আর শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থনা সঙ্গীতের ক্ষেত্রে স্থানীয় ভাবাবেগ এবং মুল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version