Friday, August 22, 2025

NEET প্রশ্নফাঁস অস্বীকার শিক্ষামন্ত্রীর, তারপরেই ডবল ইঞ্জিন দুই রাজ্যে গ্রেফতার!

Date:

খোদ গুজরাট পুলিশ বলছে NEET পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে। ডবল ইঞ্জিন বিহার থেকেও প্রশ্ন ফাঁসের অভিযোগেই গ্রেফতার ১৩ জন। তা সত্ত্বেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি করছেন NEET পরীক্ষায় প্রশ্নফাঁসের মতো কোনও ঘটনা ঘটেনি। গোটা দেশ জুড়ে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিয়ে যেভাবে অত্যন্ত সুনিপুণভাবে দুর্নীতির পথে হেঁটেছে কেন্দ্রের বিজেপি সরকার, তার মুখোশ খুলে যেতেই গা বাঁচানোর চেষ্টা মোদি সরকারের। ক্ষমতায় আসার দিন থেকে দুর্নীতির ছাপ গায়ে মেখেছে তৃতীয় মোদি সরকার। তবে বিরোধীদের লাগাতার নজরদারি ও সর্বোচ্চ আদালতের বিচারের উপর ভরসা করে অপেক্ষা করছেন বিচারপ্রার্থীরা।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছিলেন, “NEET পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ হয়েছে এবং তদন্তের সক্ষম এরকম সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে।” সেই সঙ্গে তিনি সব অভিযোগকে ‘ঢিলেঢালা তথ্য’ হিসাবে দাবি করেন। যদিও সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করার বার্তা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর।

তবে যেভাবে সুপ্রিম কোর্ট গোটা ঘটনায় তৎপরতার সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছে তাতে নড়েচড়ে বসেছে একাধিক রাজ্যের প্রশাসন। বিহারের পাটনায় শাস্ত্রিনগর থানায় ৫ জুন একটি অভিযোগ দায়ের হয়েছিল এই সংক্রান্ত। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে শুক্রবার বিহার থেকে গ্রেফতার করা হয় ১৩জনকে। পুলিশের তদন্তে উঠে এসেছে মারাত্মক তথ্য যেখানে দেখা যাচ্ছে যে পরীক্ষার্থীদের বেআইনিভাবে পাশ করিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, তাঁদের আলাদা ছাত্রাবাসে আগেরদিন তুলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের নির্দিষ্ট প্রশ্ন ও তার উত্তর মুখস্থ করানো হয়। এমনকি বিহার পুলিশের তদন্তকারী সংস্থার দাবি এনটিএ-র পক্ষ থেকেই তদন্তে প্রয়োজনীয় তথ্য দিচ্ছে না।

শুধুমাত্র ডবল ইঞ্জিনের বিহার নয়, খোদ মোদির রাজ্য গুজরাটে ৫ জনকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। তবে গুজরাটে দুর্নীতির পন্থা কিছু অন্য রকম ছিল। এক্ষেত্রে একটি নির্দিষ্ট কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রবেশিকা পরীক্ষায় পাশ করানোর জন্য যে পরীক্ষার্থীদের অভিভাবকরা টাকা দিয়েছিলেন, তাদের না পারা উত্তর পূরণ করার দায়িত্ব নিয়েছিলেন এই কোচিং সেন্টারের দায়িত্বে থাকা শিক্ষকরা। এমনকি এর জন্য ৬৬ লক্ষ টাকা পর্যন্ত দিয়েছিলেন পরীক্ষার্থীদের অভিভাবকরা। গোটা দুর্নীতিতে গোধরা, বিভোর এলাকা থেকে এখনও পর্যন্ত গ্রেফতার ৫জন।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version