Sunday, August 24, 2025

মুক্তধারা মুক্তমঞ্চ! রবি ঠাকুরের স্মৃতি ধরে রাখতে বিশেষ উদ্যোগ হাওয়া অফিসের

Date:

আলিপুর আবহাওয়া দফতরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন রবি ঠাকুর। এমনকি হাওয়া অফিস নামটাও তাঁরই দেওয়া। এবার হাওয়া অফিসেই রবি ঠাকুরের স্মৃতি বিজরিত স্থানকে অন্য মাত্রা দিল হাওয়া অফিস কর্তৃপক্ষ। হাওয়া অফিসে ঢুকলেই শতাব্দি প্রাচীন যে লাল রঙের বাড়িটি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেখানেই থাকতেন প্রশান্ত চন্দ্র মহলনবিশ। আর এই লাল বাড়িতেই তার সঙ্গে দেখা করতে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর। হাওয়া অফিসের এত সুন্দর একটি প্রাকৃতিক রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন কবিগুরু। লাল বাড়িটির উল্টোদিকেই রয়েছে একটি প্রাচীন বটগাছ। এই গাছের নিচে বসেই কবিতা চর্চা করতেন রবীন্দ্রনাথ। রক্তকরবী নাটকের খানিকটা অংশ তিনি লিখেছিলেন এই গাছের নিচে বসেই। বর্তমানে আলিপুর আবহাওয়া দফতর কর্তৃপক্ষ বট বৃক্ষটির সামনে একটি মঞ্চ গড়েছে, নাম দেওয়া হয়েছে মুক্তধারা মুক্তমঞ্চ। শুধু তাই নয় আলিপুর আবহাওয়া দফতরের বট গাছের অংশটিকেও বাঁধানো হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আলিপুর আবহাওয়া দফতর এবং রবীন্দ্রনাথের নিবিড় সম্পর্কের ব্যাপারে অবগত করতেই বটবৃক্ষ সহ আলিপুর আবহাওয়া দফতরের কিছুটা অংশ রূপায়ন করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বর্তমান পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, তৎকালীন প্রধান আবহাওয়াবিদ প্রশান্ত চন্দ্র মহলনবিশের সঙ্গে যখন দেখা করতে আসতেন রবীন্দ্রনাথ তখন প্রায় এখানে থাকতেন। একটি আরামকেদারা চেয়ার ছিল তাঁর। সেই চেয়ারে বসে নানান কবিতা গল্প লিখেছেন তিনি।

আলিপুর আবহাওয়া দফতরে এলে দেখা যাবে, এই মুক্তধারা মুক্তমঞ্চকে বাধানোর পাশাপাশি চারিদিকে রবি ঠাকুরের নানান ঐতিহ্যশালী কীর্তি কে তুলে ধরা হয়েছে। যা রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে রিদ্ধ করবে আগ্রহীদের।

আরও পড়ুন- নির্বাচনে ভরাডুবি, শেষে মোহন ভাগবত শরণে যোগী

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version