Saturday, November 8, 2025

হাতের মুঠোয় পর্যটন! ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেঙ্গল ট্যুরিজম ফেস্টের উদ্বোধনে চাঁদের হাট

Date:

রবিবার থেকে কলকাতায় শুরু হল বাংলার সবচেয়ে বড় পর্যটন মেলা। রাজ্য সরকারের উদ্যোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই পর্যটন মেলা চলবে আগামী বুধবার ১৯ জুন পর্যন্ত। অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অব বেঙ্গলের উদ্যোগে রবিবার থেকে এই মেলা শুরু হল। বেঙ্গল ট্যুরিজম ফেস্ট (Bengal Tourism Fest) নামে বাংলার এই পর্যটন মেলার অষ্টম বর্ষে চাঁদের হাট। সূত্রের খবর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত এই পর্যটন মেলায় (Tourism Fest) ১২০টি স্টল থাকছে। যেখানে গেলেই নজরে আসবে দেশ-বিদেশের একাধিক ট্যুরিজম বোর্ড আকর্ষণীয় অফার নিয়ে হাজির। পাশাপাশি রাজ্যের একাধিক রাজ্য পর্যটন কেন্দ্রেরও স্টল সেজে উঠেছে। রবিবার দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)।

তবে শুধু মন্ত্রী ইন্দ্রনীল সেনই নন, এদিন পর্যটন মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার গৌতম সরকার, সত্যজিৎ চট্টোপাধ্যায়, ইন্ডিয়া ট্যুরিজম-এর রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ, ইন্ডিয়া ট্যুরিজম-এর অ্যাসিস্টেন্ট ডিরেক্টর জ্যোতির্ময় বিশ্বাস, বিহার ট্যুরিজম-এর ট্যুরিস্ট অফিসার সুনীল কুমার সিং, ঝাড়খণ্ড ট্যুরিজিমের ডেপুটি ডিরেক্টর জিতেন্দ্র বাহাদুর সিং, প্রাক্তন ভারতীয় অ্যাথলিট সমা বিশ্বাস, বিশিষ্ট অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টরা। সূত্রের খবর, পর্যটন মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে।

অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অব বেঙ্গলের সাধারণ সম্পাদক স্বরূপ ভট্টাচার্য জানান, রবিবার থেকে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পর্যটন মেলা শুরু হল। চলতি বছর পর্যটন মেলায় মোট ১২০টি স্টল থাকছে। সেখানে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি অর্থাৎ ডিএমসি-র ব্যবস্থাপনায় দেশ-বিদেশের একাধিক ট্যুরিজম বোর্ড ভ্রমণপ্রিয় বাঙালীদের সামনে তাঁদের লোভনীয় অফার নিয়ে হাজির থাকছে। পাশাপাশি রাজ্যের পর্যটন শিল্পকে মানুষের সামনে তুলে ধরতে বিশেষ আয়োজনও করা হয়েছে বলে খবর। তিনি আরও জানান, এই মেলা ইতিমধ্যে বাংলার মানুষের কাছে আলাদা জায়গা করে নিয়েছে। গত সাতটি পর্যটন মেলায় তার প্রমাণ আমরা পেয়েছি। এখানে এসে পর্যটন প্রেমীরা তাঁদের পছন্দের ভ্রমণের জায়গা বেছে নিতে পারবেন অনায়াসে। সেই সঙ্গে পাবেন লোভনীয় অফার ও ছাড়।

 

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version