Thursday, August 21, 2025

ফ্রিজে গোমাংস রাখার শাস্তি! বকরি ঈদের আগেই ১১ বাড়িতে ‘বুলডোজ’ মধ্যপ্রদেশ পুলিশের

Date:

বাড়ির ফ্রিজে গোমাংস রাখার অপরাধ! আর সেকারণেই সরকারি জমির উপর তৈরি ১১ বাড়ি ভেঙে গুঁড়িয়ে (Bulldoze) দেওয়ার অভিযোগ। সোমবারই দেশজুড়ে পালিত হবে বকরি ঈদ (Bakri Eid)। তার আগে ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশে (Madhya Pradesh) এমন কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। লোকসভা নির্বাচন (Loksabha Election) মিটতেই মধ্যপ্রদেশের বিজেপি সরকারের এমন সিদ্ধান্তে সরব বিরোধীরা।

ঠিক কী ঘটেছিল?

সূত্রের খবর, মধ্যপ্রদেশের মণ্ডলার ভানিওয়াহি এলাকায় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। পুলিশের অভিযোগ, ওই এলাকায় বলি দেওয়ার জন্য নাকি অনেক গরু জড়ো করা হয়েছে। সেকারণেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১১ বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে বাড়িগুলির পিছনের উঠোন থেকে গরুগুলিকে উদ্ধার করা হয়। কমপক্ষে ১৫০টি গরু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিন মূলত গ্রামের ১১টি বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে ফ্রিজ থেকে গোমাংস উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধার হওয়া মাংস আদৌ গরুর কি না, তা নিশ্চিত করার জন্য পরীক্ষাও করা হচ্ছে বলে খবর। ইতিমধ্যে ডিএনএ পরীক্ষার জন্য ওই মাংসের নমুনা হায়দরাবাদে পাঠানো হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, লোকসভা ভোট মিটতেই আবার ধর্মের রাজনীতি শুরু করে দিয়েছে বিজেপি। সোমবার বকরি ঈদের কারণে গরু আনা হলেও মধ্যপ্রদেশের বিজেপি সরকারের পুলিশ গাজোয়ারি করে সাধারণ মানুষের বাড়ি ভাঙচুর করেছে।

 

শেষ পাওয়া খবরে, ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ১০ জনের সন্ধানে চলছে জোর তল্লাশি। অভিযুক্তদের মধ্যে দু’জনের আগে থেকেই অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version